বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন
ইবিটাইমস ডেস্কঃ সোমবার (২১ আগষ্ট) বিএনপির ঢাকার নয়াপল্টনের কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রা ও আলোচনা সভা-সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা জানান।
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা অনুযায়ী
আগামী ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন বিএনপি নেতারা।
মির্জা ফখরুল জানান, তারা ৩১ আগস্ট বা ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনার আয়োজন করবেন।এ উপলক্ষে তারা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর আলোচনা ও সমাবেশের চূড়ান্ত তারিখ ও স্থান ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সারাদেশে বিএনপির সকল শাখা এবং অঙ্গ সংগঠনগুলোর সব ইউনিট আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি গঠন করেন।
কবির আহমেদ/ইবিটাইমস