আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল- এমপি শাওন

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুর তণয়া, জননেত্রী, দেশরতœ শেখ হাসিনার উপর ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটওয়ারিসহ ২৪ নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং খুনীদের অবিলম্বে ফাঁসির দাবীতে “প্রতিবাদ সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগ, লালমোহন উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী  শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও বাংলাদেশকে স্বাধীন মানতে চায় না। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে তারা যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে চায়। তাদের সাথে বিদেশী চক্রও ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ দেখতে চায়। কিন্তু যেদিন শেখ হাসিনা থাকবে না সেদিন বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নেতৃত্বশূন্য করতেই তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল।

এ সময় তিনি ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে গ্রেনেড হামলায় নিহতদের খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »