সরকারের পদত্যাগের দাবীতে ঢাকায় বিএনপি’র বিশাল গণমিছিল

 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই গণমিছিলের আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা

ইবিটাইমস ডেস্কঃ  শুক্রবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকায় বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই গণমিছিলের আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ গোটা দেশ দৃশ্যত জেলখানায় পরিণত হয়েছে।”

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপি। বেলা সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জে মিছিলের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। তাছাড়াও প্রধান প্রধান মহানগরীতেও বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দল এক দফা দাবী অর্থাৎ সরকারের পদত্যাগের দাবীতে গণমিছিল করেছে।

মিছিল শুরুর আগে দেয়া বক্তৃতায়, চলমান আন্দোলন দমনে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চালানোর জন্য সরকারের সমালোচনা করেন বিএনপিমহা সচিব। তিনি বলেন, “গোটা দেশ দৃশ্যত জেলখানায় পরিণত হয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা আমাদের অনেক নেতাদের গ্রেফতার করেছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মির্জা ফখরুল বলেন, “যুক্তরাষ্ট্রে সম্পদ অর্জনকারী নয় পুলিশ কর্মকর্তা এখন সেখানে যেতে পারবেন না।” তিনি বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, বিভিন্ন মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রকে আরো নিষেধাজ্ঞার জন্য আহ্বান জানাচ্ছে।”

নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠন করে আগামী নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে পদত্যাগ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।এ ছাড়া, তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিএনপির মহাসচিব বলেন, “সরকার জনগণের টাকা চুরি করে আগামী নির্বাচনে ব্যবহার করতে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে।” আগামী নির্বাচনে খরচ করার জন্য সরকার পেনশন স্কিমের নামে এই টাকা চুরির নতুন ফন্দি করেছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, দেশে কিছু আর অবশিষ্ট নাই। সরকার দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। এখন আবার আরেকটা নতুন ফন্দি বের করেছে-পেনশন স্কিম। টাকা চুরির আরেকটা নতুন উপায়। কিন্তু মানুষ এখন সব বুঝে। তারা এসব আর হতে দেবে না।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, সরকারি দলের সবার এখন ভয়ে মুখ শুকিয়ে গেছে। টেলিভিশনে দেখবেন, এখন আর তাদের মুখে হাসি নাই। চকচকা কাপড় কম পরেন। যারা-যারা বিদেশে বাড়ি-ঘর তৈরি করেছিল, সেটা কীভাবে রক্ষা করবে সেই চিন্তায় আছে। তিনি আরও বলেন, আজকে সারা দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, দেখে মনে হবে সারাদেশটা একটা কারাগার।

মির্জা ফখরুল বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দাবি করে-সাংবিধানিকভাবে নির্বাচন হবে। কোন সংবিধান? এটা বৈধ সংবিধান না। বৈধ সংবিধান তো অনেক আগে আওয়ামী লীগ নিজেরাই কেটে-ছিঁড়ে শেষ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নতুন ভিসা নীতি করেছে। তারা বলেছে, যারা-যারা অবৈধভাবে সম্পদ গড়েছে, যারা নির্বাচনে ভোট দিতে বাধা দেবে তাদেরকে ভিসা দেওয়া হবে না বলেও জানান ফখরুল।

অন্যদিকে বিকেল ৪টার দিকে গুলশান এলাকায় ডিসিসি মার্কেটের কাছ থেকে আর একটি মিছিল বের করে বিএনপি। এর উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মির্জা আব্বাস বলেন, “ক্ষমতাসীন দলের নেতারা ক্ষমতায় থাকতে জনগণকে বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। সরকার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বিরোধীদের দমন করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।”

বিএনপি ছাড়াও, গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবী গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বম ঐক্য, ১২ দলীয় জোট, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (মঞ্জু), এনডিএম, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ, গণঅধিকার পরিষদের দুই পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করছে।

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে এক দফা আন্দোলনের এটি চতুর্থ কর্মসূচি। গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা দলগুলো দাবি আদায়ের লক্ষ্যে এক দফা আন্দোলনের ঘোষণা দেয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »