ব্রাজিল তারকা নেইমার এখন সৌদি ক্লাব আল-হিলালের

স্পোর্টস ডেস্ক: নতুন জায়গায় নতুন চ্যালেঞ্জের সন্ধানে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সাথে চুক্তি করেছেন নেইমার। দুই বছরের চুক্তিতে ব্রাজিল তারকা পিএসজি ছেড়ে সৌদি পেশাদার লিগে খেলবেন।  ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সুপারস্টার ছয় বছর ছিলেন প্যারিসের রাজধানীতে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও সাদিও মানের পদাঙ্ক অনুসরণ করে শেষ পর্যন্ত ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমালেন নেইমার।

সৌদি পেশাদার লিগের এক বিবৃততে এ সম্পর্কে নেইমার বলেছেন, ‘আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সবসময়ই সারা বিশে^র খেলোয়াড় হতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জ ও নতুন জায়গায় সুযোগের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ফুটবলে নতুন একটি ইতিহাস লিখতে চাই। এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ দারুনভাবে খেলোয়াড়দের আকর্ষণ করছে।
আল-হিলাল অনেক বড় একটি ক্লাব, এখানকার সমর্থকরাও চমৎকার। এটা এশিয়ার সেরা ক্লাব। আর এটাই সঠিক সময় আমাকে সঠিক ক্লাব বেছে নিতে সহায়তা করেছে। আমি জিততে ও গোল করতে ভালবাসি। আর এটাই আমি সৌদি আরবের আল-হিলালেও করে যেতে চাই।’

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এর কয়েক সপ্তাহ আগে পিএসজি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছিল। পিএসজির জার্সি গায়ে নেইমার ৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন, পাঁচটি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ জয় করেছেন। কিন্তু একের পর এক ইনজুরি পিএসজিতে তাকে খুব একটা স্বস্তি দেয়নি।

সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাবগুলোর মধ্যে আল-হিলাল একটি। এ পর্যন্ত চারবার তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্ট ফান্ডের (পিআইএফ) অধীনে আরো তিনটি ক্লার আল-নাসর, আল-আহলি ও আল-ইত্তিহাদের সাথে আল-হিলালও একটি অন্যতম বড় ক্লাব।

পর্তুগীজ কোচ জর্জ জেসুসের অধীনে এনিয়ে দ্বিতীয়বারের মত মাঠে নামতে যাচ্ছে আল-হিলাল। সম্প্রতি নেইমার ছাড়াও আরো তিন ইউরোপীয়ান খেলোয়াড়কে দলভূক্ত করেছে আল-হিলাল। নেইমারের আগে দলে এসেছেন রুবেন নেভেস, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, কালিদু কুলিবালি।

গত মাসে আল-হিলাল এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু ফরাসি স্ট্রাইকার আল-হিলালের কর্মকর্তাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জানান।  পিএসজি থেকে লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর এবার নেইমার ক্লাব ছাড়লেন।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »