আওয়ামী লীগকে এবার নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের আর নির্বাচন-নির্বাচন খেলা খেলতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।’

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল শুরুর আগে দেয়া বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এই দুই দলকে কেউ চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার আর এ খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই। কোন ভয় দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না।’

গণমিছিল শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার পতনের এক দফা দাবিতে আগামী দুই দিন পর নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। রাজধানী রামপুরার চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি একথা জানান।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দেবে? শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

‘দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এইবারের লড়াই জীবনপণ লড়াই। কোনোভাবেই আমাদেরকে আটকানো যাবে না।’ বক্তব্যের শুরুতে গণমিছিলে অংশ নিতে আসা নেতাকর্মীদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘একটাই দাবি, দাবি কী? শেখ হাসিনার পদত্যাগ। মানে মানে কেটে পরুন, পদত্যাগ করুন।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘না হলে আমাদের নেতাও বলেছেন—ফয়সালা হবে রাজপথে। এইবারে লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ কর।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থা। বিচারালয়ের ওপর ভর করে মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিচ্ছে।’ তিনি প্রশ্ন করেন, ‘তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন কর, কারাগারে ঢুকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরব।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »