ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ভারত। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন।’
বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
‘ভারতের জনতা পার্টিকে (বিজেপি) জানুন’ কর্মসূচিতে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘জেপি নাড্ডা (কেন্দ্রীয় বিজেপি সভাপতি) জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো আগামীতেও একসঙ্গে কাজ করবে ভারত। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি।’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। তিনি বলেন, ‘এ মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্ক আরও মজবুত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে বলছেন, দুই দেশের সম্পর্কের সোনালী অধ্যায় পার হচ্ছে। এটি দলীয় সফর। জেপি নাড্ডা (কেন্দ্রীয় বিজেপি সভাপতি) জানিয়েছেন তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো সামনেও একসঙ্গে কাজ করবে। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। ’
কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কি কি পণ্য ভারতে আমদানি করতে চায়, সেই তালিকা চেয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল। বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত যেন কোনো পণ্যের উপর নিষেধাজ্ঞা না দেয় সেই আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এনএল