পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে বিষ পান করানোর পর মায়ের আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহেরে জেরে একমাত্র শিশুপুত্রকে বিষ পান করানোর পর মা রজিনা বেগম (২৮) নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  রাজিনা বেগম অটোরিক্সা চালক রুবেল হাওলাদারের স্ত্রী। ছেলে হৃদয় স্থানীয় একটি মাদাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্বামী রুবেলের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী রজিনার। এরপর সন্ধ্যার দিকে ছেলে হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়িতে এলে তার মা তাকে হত্যার উদ্দেশ্যে বিষ মেশানো দুধ পান করতে দেয়। এরপর সে নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে বিষ মেশানো দুধ পান করে। বিষ পানের বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক ছেলে হৃদয়কে মৃত বলে ঘোষণা করেন। এরপর স্ত্রী রজিনাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান। তবে কি বিষয় নিয়ে রুবেল-রোজিনা দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেনি। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।

তবে স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী রুবেল সম্প্রতি একটি বিয়ে করেছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ও রাগে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »