পিরোজপুর প্রতিনধি: পিরোজপুরের নাজিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষনের উদ্যোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক দেবাশিষ রায়ের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মর্ডান প্যাথলজিকে মেয়াদ উত্তির্ন ক্যামিক্যাল রাখার দায়ে প্যাথলজি মালিক মো. আজাদকে ৪ হাজার, উপজেলার সদর বাজারের রেদওয়ান ফার্মেসীতে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে ফার্মেসী মালিক মো. রিয়াজুল ইসলামকে ৩ হাজার ও চৌঠাইমহল বাসষ্ট্যান্ডের ইফাত কনফেকশনারী মালিক মো.মনির হোসেনকে দুই হাজার টাকা করে ওই তিন জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।
তিনি জানান, ওই সব দোকানে মেয়াদ উত্তির্ন খাবার ও ঔষধ রাখায় তাদের ওই দন্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারি পরদির্শক সুজিত কুমার সহ থানা পুলিশ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস