রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আনতে প্রটোকল সই, সেপ্টেম্বরে আসবে ইউরেনিয়াম

মো. নাসরুল্লাহ, ঢাকা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ব্যাচের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল চূড়ান্তভাবে গ্রহণ করতে একটি প্রোটোকল সই হয়েছে।

বুধবার (৯আগষ্ট) সাইবেরিয়াতে এ প্রটোকল সই হয়। প্রটোকল চুক্তিতে বাংলাদেশের পক্ষে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. মো. শৌকত আকবর ও রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি ডেইরি সাক্ষর করেন। চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফ্রেশ ফুয়েল হিসেবে রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্টের কাছ থেকে ইউরেনিয়াম কিনবে বাংলাদেশ।

প্রটোকল চুক্তি প্রসঙ্গে প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর জানান, এই প্রটোকল সই হওয়ার মধ্য দিয়ে পারমানবিক জ্বালানি আসতে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানদন্ড মেনে বিভিন্ন পর্যায় সফলতার সাথে শেষ করার পরই দেশে আসছে পারমাণবিক জ্বালানি।

ড. শৌকত আকবর আরও জানান, নিয়ম অনুযায়ী জ্বালানি পরিবহন করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অবহিত করতে হয়। সে আনুষ্ঠানিকতাও শেষ করেছে বাংলাদেশ। জ্বালানি আমদানি ও পরমানুর শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি পারমাণবিক স্থাপনা হিসেবে উন্নীত হবে বলেও জানান তিনি।

প্রকল্প পরিচালক বলেন, রাশিয়া থেকে কয়েক ধাপে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম আসবে বাংলাদেশে। বলেন, প্রথম ব্যাচ ইউরেনিয়ামের পর আরও দুই ব্যাচ ইউরেনিয়াম সাধারণ চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে বিনামূল্যে পাওয়া যাবে। তিন ব্যাচে প্রথম তিন বছরের জন্য জ্বালানি আসবর রূপপুর প্রকল্পে।

এদিকে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতির বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু করতে চায় সরকার। সব ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এবং ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদনের টার্গেটের কথা জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

রাশিয়ার সহযোগিতায় রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। ভিভিআর-১২০০ প্রযুক্তির রূপপুর প্রকল্পের দুটি ইউনিট থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। টাকার অঙ্কে দেশের সবচে বড় এই প্রকল্পের নির্মাণ খরচ ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »