ভিয়েনা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশিরা দেশে অশান্তি চায়: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের তৎপরতাকে গুরুত্ব না দেয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, বিদেশিরা মঙ্গল চায় না, তারা অশান্তি চায়। অশান্তি হলে দেশ যদি দুর্বল হয়, তাহলে তাদের অনেক সুবিধা। এ কারণে তারা দুর্বল করতে চায়। তাদের এই ভেল্কিতে অবগাহন না করে বুঝে-শুনে অবস্থান নেয়ার অনুরোধ করছি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতিপ্রকৃতি’ শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট।

বিদেশিদের তৎপরতার বিষয়ে জনগণকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে ড. মোমেন বলেন, দেশের উন্নয়ন দেশের মানুষ ও সরকার করবে। আওয়ামী লীগ জনগণের ওপর বিশ্বাস করে, জনগণের রায়েই আমাদের অবস্থান সুদৃঢ় হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের ব্রিফিংয়ে শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। অথচ এ বছর আরও ২২টি দেশে নির্বাচন হবে। ওইগুলো নিয়ে কোনো আলোচনা নেই।  আগামী নির্বাচন দেশের জন্য একটি ‘বড় পরীক্ষা’ হবে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্বাচনে যদি আমরা শান্তি-স্থিতিশীলতা বজায় রেখে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করতে পারি, তাহলে উন্নয়নের গতিধারা বজায় থাকবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাহাদাত হোসেন সিদ্দিকী।

সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত আবদুল হান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারুক শাহ, দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক খান আসাদুজ্জামান ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশিরা দেশে অশান্তি চায়: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের তৎপরতাকে গুরুত্ব না দেয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, বিদেশিরা মঙ্গল চায় না, তারা অশান্তি চায়। অশান্তি হলে দেশ যদি দুর্বল হয়, তাহলে তাদের অনেক সুবিধা। এ কারণে তারা দুর্বল করতে চায়। তাদের এই ভেল্কিতে অবগাহন না করে বুঝে-শুনে অবস্থান নেয়ার অনুরোধ করছি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতিপ্রকৃতি’ শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট।

বিদেশিদের তৎপরতার বিষয়ে জনগণকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে ড. মোমেন বলেন, দেশের উন্নয়ন দেশের মানুষ ও সরকার করবে। আওয়ামী লীগ জনগণের ওপর বিশ্বাস করে, জনগণের রায়েই আমাদের অবস্থান সুদৃঢ় হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের ব্রিফিংয়ে শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। অথচ এ বছর আরও ২২টি দেশে নির্বাচন হবে। ওইগুলো নিয়ে কোনো আলোচনা নেই।  আগামী নির্বাচন দেশের জন্য একটি ‘বড় পরীক্ষা’ হবে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্বাচনে যদি আমরা শান্তি-স্থিতিশীলতা বজায় রেখে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করতে পারি, তাহলে উন্নয়নের গতিধারা বজায় থাকবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাহাদাত হোসেন সিদ্দিকী।

সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত আবদুল হান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারুক শাহ, দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক খান আসাদুজ্জামান ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল