‘জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক স্মৃতিফলক উন্মোচন

মো. নাসরুল্লাহ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাকৃতিক গ্যাসের অবদান অপরিসীম। ১৯৭৫ সালের ৯ আগষ্ট বঙ্গবন্ধু তৎকালীন ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল-এর কাছ থেকে (তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ) ৫টি গ্যাসক্ষেত্র নামমাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং (বাংলাদেশি টাকায় ১৭.৮৬ কোটি টাকা) মূল্যে কিনে রাষ্ট্রীয় মালিকানায় আনেন। এটি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এখনও কার্যকর অবদান রাখছে।

প্রতিমন্ত্রী বুধবার (৯ আগষ্ট) অনলাইনে জ্বালানি নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক স্মৃতিফলক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত তিতাস, হবিগঞ্জ, ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে স্থাপন উদ্বোধনের সময় এ কথা বলেন। পরে রশিদপুর ও কৈলাশটিলায় এ স্মৃতিফলক স্থাপন করা হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর এই সাহসী পদক্ষেপ দেশীয় গ্যাসের ওপর জনগণের অধিকার নিশ্চিত হয়। এই স্মৃতিফলক আগামী প্রজন্মকে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।

প্রতিমন্ত্রী বলেন, এ বছরের জুন পর্যন্ত ওই ৫টি গ্যাসক্ষেত্র থেকে ১০.২৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে যার আর্থিক মূল্য বর্তমান বিক্রি মূল্য হিসেবে ছয় লাখ একুশ হাজার কোটি টাকা। জুলাই ২০২৩ পর্যন্ত ৫টি গ্যাসক্ষেত্র ৫.২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে যার আর্থিক মুল্য তিন লাখ সতের হাজার কোটি টাকা। এই গ্যাসের জন্যই শিল্প-কারখানা ও কর্মসংস্থান সম্প্রসারিত হয়েছে।

অনুষ্ঠানে বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান ও পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »