চরফ্যাসনে ১’শ অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর সেমিপাকা ঘর

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চরফ্যাসনের এওয়াজপুর ও চর কলমী ইউনিয়নের ১’শ পরিবার কে দেয়া হয়েছে নতুন ঘর। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর দেয়া হয়েছে।

বুধবার ৯ আগষ্ট বিনামূল্যে ২ শতক জমিসহ ও সেমিপাকা এসব ঘরও চাবি অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।

চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন,প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, চরকলমী ইউপি চেয়ারম্যান কাউসার আলম, এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন এবং সুবিধাভোগী ১শ অসহায় পরিবার উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নতুন সেমিপাকা ঘর পেয়ে অসহায় পরিবারগুলোর চোখে মুখে হাসি ফুটে উঠেছে। তাদের দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেয়া স্বপ্নের ঘরে এসে তাদের সাথে একসাথে ডালভাত খেতে।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, আপনারা ঘরে থাকবেন, এই ঘর বিক্রি করতে পারবেন না। করলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »