দুদক সচিবের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউের নেতৃত্বে প্রতিনিধিদল। রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের ওই প্রতিনিধিদল দুদকের প্রধান কার্যালয়ে যান। পরে প্রতিনিধিদলটি দুদক সচিবের কক্ষে বৈঠক করেন।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুদকের কর্মপ্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন মার্কিন প্রতিনিধিদল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি। দুদক সচিব বলেন, নির্বাচনের সঙ্গে তাদের আগমনের কোনো সম্পর্ক নেই। এ জাতীয় কোনো আলোচনাও হয়নি। তাদের যে কার্যক্রম তারই অংশ হিসেবে তারা আমাদের সম্পর্কে ধারণা নিয়েছেন। এটা তাদের রেগুলার অ্যাক্টিভিটিজ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও এর অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তাদের গভীর আন্তরিকতা ব্যক্ত করেছেন।

অর্থ পাচার রোধে যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, এ ব্যাপার নিয়ে কোনো কথা হয়নি। এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন জানান, উচ্চ আদালতের কাছ থেকে এস আলম গ্রুপের অনুসন্ধানের বিষয়ে এখনও আদেশ হাতে আসেনি। যেহেতু আদালত নির্দেশ দিয়েছেন, আদেশ হাতে পেলে দুদক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

রিচার্ড নেফিউ ছাড়াও মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন দুর্নীতি দমন সংক্রান্তে বিশ্লেষক ডিল্যান এইকেনস এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিস্টার ম্যাক্স মার্টিন। দুদক সচিব ছাড়াও পরিচালক আবদুল্লাহ আল জাহিদ, মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও আক্তার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »