ভিয়েনা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে না ইসি: রাশেদা সুলতানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ১০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল ইসি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন। এর আগে ক্যামেরা দেখে গাইবান্ধার ভোট বন্ধের ঘটনায় সরকারদলীয় নেতাদের তোপের মুখে পড়ে ইসি। তবুও পরিকল্পনা নেয়া হয় দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের। সে অনুযায়ী ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা। সব প্রস্তুতি নিয়ে এর আগে বাজেট স্বল্পতায় ভেস্তে যায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনাও।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে না ইসি: রাশেদা সুলতানা

আপডেটের সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

ঢাকা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল ইসি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন। এর আগে ক্যামেরা দেখে গাইবান্ধার ভোট বন্ধের ঘটনায় সরকারদলীয় নেতাদের তোপের মুখে পড়ে ইসি। তবুও পরিকল্পনা নেয়া হয় দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের। সে অনুযায়ী ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা। সব প্রস্তুতি নিয়ে এর আগে বাজেট স্বল্পতায় ভেস্তে যায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনাও।

ঢাকা/ইবিটাইমস/আরএন