ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কর্মদিবসে রাজধানীতে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ১৩ সময় দেখুন
স্টাফ রিপোর্টার, ঢাকা:  কর্মদিবসে রাজধানীতে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিএনপি ও আওয়ামী লীগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রোববার লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম উজ্জ্বল।নোটিশে বলা হয়, আমাদের রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে।এক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে এক ধাপ এগিয়ে আছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়, ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলেই নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, সেখানে একই দিনে, কাছাকাছি স্থানে এবং প্রায় একই সময়ে দুটি বৃহৎ রাজনৈতিক দল কর্মসূচি মিলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
নূরে আলম নোটিশে আরও বলেন, যানজটের এ নগরীতে প্রতিনিয়ত আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল সভা-সমাবেশ করছে। এতে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছেন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
এ অবস্থায় রাজনৈতিক সব দলকে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয় নোটিশে। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কর্মদিবসে রাজধানীতে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

আপডেটের সময় ০৩:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
স্টাফ রিপোর্টার, ঢাকা:  কর্মদিবসে রাজধানীতে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিএনপি ও আওয়ামী লীগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রোববার লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম উজ্জ্বল।নোটিশে বলা হয়, আমাদের রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে।এক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে এক ধাপ এগিয়ে আছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়, ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলেই নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, সেখানে একই দিনে, কাছাকাছি স্থানে এবং প্রায় একই সময়ে দুটি বৃহৎ রাজনৈতিক দল কর্মসূচি মিলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
নূরে আলম নোটিশে আরও বলেন, যানজটের এ নগরীতে প্রতিনিয়ত আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল সভা-সমাবেশ করছে। এতে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছেন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
এ অবস্থায় রাজনৈতিক সব দলকে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয় নোটিশে। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস