ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অধিকার আদায়ে মরণপণ যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ১৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অধিকার আদায়ের আন্দোলনে আছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। এ আন্দোলন চূড়ান্ত আন্দোলন। এবার অধিকার আদায়ে মরণপণ যুদ্ধ করতে হবে। আমাদের ঘরে ফিরে যাওয়ার আর পথ নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত কি বলল এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মানুষ কি বলছে এটা জানা দরকার। আমাদের মানুষ পরিষ্কার করে বলছে, বিদায় হও। আর সময় নাই। এই সরকারকে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের সময় শেষ হয়ে গেছে। দুর্নীতির অবশিষ্ট রাখেনি। সর্বস্তরে দুর্নীতি পৌঁছে দিয়েছে। আজকে যে সংকট এটা শুধু বিএনপির সংকট নয়। সমগ্র জাতির সংকট। দুর্বার আন্দোলন গড়ে তুলে এই দানব সরকারকে পরাজিত করতে হবে।’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আহা কি মজা, নির্বাচন না করেই যদি ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়।’  নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এবার মরণ কামড় দিতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের পরাজিত করতে হবে।’

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জামিন নেওয়ার পরও গ্রেফতার করে, কত বড় কাপুরুষ এরা। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হলে একটাই পথ, এই সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাই।’

বিচারকদের প্রতি কিছু বলতে চাই এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র কোরআন শরীফে লেখা আছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি জবাবদিহি করতে হবে বিচারককে। ন্যায়বিচার না করলে তাদেরকে আগে জবাবদিহি করতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অধিকার আদায়ে মরণপণ যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অধিকার আদায়ের আন্দোলনে আছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। এ আন্দোলন চূড়ান্ত আন্দোলন। এবার অধিকার আদায়ে মরণপণ যুদ্ধ করতে হবে। আমাদের ঘরে ফিরে যাওয়ার আর পথ নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত কি বলল এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মানুষ কি বলছে এটা জানা দরকার। আমাদের মানুষ পরিষ্কার করে বলছে, বিদায় হও। আর সময় নাই। এই সরকারকে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের সময় শেষ হয়ে গেছে। দুর্নীতির অবশিষ্ট রাখেনি। সর্বস্তরে দুর্নীতি পৌঁছে দিয়েছে। আজকে যে সংকট এটা শুধু বিএনপির সংকট নয়। সমগ্র জাতির সংকট। দুর্বার আন্দোলন গড়ে তুলে এই দানব সরকারকে পরাজিত করতে হবে।’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আহা কি মজা, নির্বাচন না করেই যদি ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়।’  নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এবার মরণ কামড় দিতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের পরাজিত করতে হবে।’

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জামিন নেওয়ার পরও গ্রেফতার করে, কত বড় কাপুরুষ এরা। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হলে একটাই পথ, এই সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাই।’

বিচারকদের প্রতি কিছু বলতে চাই এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র কোরআন শরীফে লেখা আছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি জবাবদিহি করতে হবে বিচারককে। ন্যায়বিচার না করলে তাদেরকে আগে জবাবদিহি করতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল