ভিয়েনা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

জোবানি পের লা, উমানিতা ক্রিকেটে ভৈরব একাদশ চ্যাম্পিয়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ২৯ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, প্রতিপাদ্য নিয়ে ইতালির ভেনিসে জোবানি পের লা, উমানিতা উদ্যোগে দ্বিতীয় বারের মত ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় বারের মত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ভেনিসের  কামপালতো মাঠে। তাতে এই আয়োজনে শিরোপা জিতেছে ভৈরব একাদশ।

এবারের এই টুর্নামেন্টে  ১৬ টি দল অংশগ্রহণ করেন। রবিবার দিনের প্রথম খেলায় সেমিফাইনালে মুখোমুখি হন ভেনিস ক্রিকেট ক্লাব বনাম ত্রেভিজো বাংলা টাইগার্স । এতে জয়লাভ করে ফাইনাল উত্তীর্ণ হন ত্রেভিজো বাংলা টাইগার্স ।

দিনের দ্বিতীয় খেলায়  সেমিফাইনালে মুখোমুখি হন পাদোবা স্টার ইলেভেন বনাম ভৈরব ক্রিকেট একাদশ। এতে  ভৈরব ক্রিকেট একাদশ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা মুখোমুখি হন ত্রেভিজো বাংলা টাইগার্স বনাম ভৈরব ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় ত্রেভিজো বাংলা টাইগার্স ৮ উইকেটে হারিয়ে ভৈরব ক্রিকেট একাদশ ফাইনালে শিরোপা জিতে নেয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সেরা নির্বাচিত  হয়েছেন ডিনার, ভৈরব ক্রিকেটে একাদশের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে  পাদোভা ষ্টার ইলেভেনের খেলোয়াড় ইদ্রিস। টুর্নামেন্টের সেরা বলার নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের শাওন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছে ত্রেভিজো বাংলা টাইগার এর খেলোয়াড় নাজমুল হোসেন টুর্নামেন্টের সেরা বেটার হিসেবে নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের দিনার।

প্রধান স্পন্সর ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি।

বিশেষ অতিথি স্পেশাল গেস্ট ছিলেন মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস ইতালি। আরো  বিশেষ ইস্পন্সর অতিথি হিসেবে ছিলেন  মোস্তাক আহমেদ, তাজুল ইসলাম, মোবারক হোসেন, ফখরুল চৌধুরী, শহিদুল্লাহ মোহাম্মদ স্বাধীন, জামাল খান, মোঃ আব্দুল জলিল ও মিজানুর রহমান

এ সময় উপস্থিত ছিলেন মারকো বেল্লাতো, প্রেসিডেন্ট ফাভারো মিউনিসিপাল ভেনিস। জানআলবেরতো ছেবাছতিয়েরী স্কারপা, সাবেক অনোরারী কনছুল সহ ভেনিসে বসবাসরত সামাজিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জোবানি পের লা, উমানিতা ক্রিকেটে ভৈরব একাদশ চ্যাম্পিয়ন

আপডেটের সময় ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

বিশেষ প্রতিনিধি, ইতালি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, প্রতিপাদ্য নিয়ে ইতালির ভেনিসে জোবানি পের লা, উমানিতা উদ্যোগে দ্বিতীয় বারের মত ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় বারের মত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ভেনিসের  কামপালতো মাঠে। তাতে এই আয়োজনে শিরোপা জিতেছে ভৈরব একাদশ।

এবারের এই টুর্নামেন্টে  ১৬ টি দল অংশগ্রহণ করেন। রবিবার দিনের প্রথম খেলায় সেমিফাইনালে মুখোমুখি হন ভেনিস ক্রিকেট ক্লাব বনাম ত্রেভিজো বাংলা টাইগার্স । এতে জয়লাভ করে ফাইনাল উত্তীর্ণ হন ত্রেভিজো বাংলা টাইগার্স ।

দিনের দ্বিতীয় খেলায়  সেমিফাইনালে মুখোমুখি হন পাদোবা স্টার ইলেভেন বনাম ভৈরব ক্রিকেট একাদশ। এতে  ভৈরব ক্রিকেট একাদশ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা মুখোমুখি হন ত্রেভিজো বাংলা টাইগার্স বনাম ভৈরব ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় ত্রেভিজো বাংলা টাইগার্স ৮ উইকেটে হারিয়ে ভৈরব ক্রিকেট একাদশ ফাইনালে শিরোপা জিতে নেয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সেরা নির্বাচিত  হয়েছেন ডিনার, ভৈরব ক্রিকেটে একাদশের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে  পাদোভা ষ্টার ইলেভেনের খেলোয়াড় ইদ্রিস। টুর্নামেন্টের সেরা বলার নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের শাওন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছে ত্রেভিজো বাংলা টাইগার এর খেলোয়াড় নাজমুল হোসেন টুর্নামেন্টের সেরা বেটার হিসেবে নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের দিনার।

প্রধান স্পন্সর ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি।

বিশেষ অতিথি স্পেশাল গেস্ট ছিলেন মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস ইতালি। আরো  বিশেষ ইস্পন্সর অতিথি হিসেবে ছিলেন  মোস্তাক আহমেদ, তাজুল ইসলাম, মোবারক হোসেন, ফখরুল চৌধুরী, শহিদুল্লাহ মোহাম্মদ স্বাধীন, জামাল খান, মোঃ আব্দুল জলিল ও মিজানুর রহমান

এ সময় উপস্থিত ছিলেন মারকো বেল্লাতো, প্রেসিডেন্ট ফাভারো মিউনিসিপাল ভেনিস। জানআলবেরতো ছেবাছতিয়েরী স্কারপা, সাবেক অনোরারী কনছুল সহ ভেনিসে বসবাসরত সামাজিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস