ভিয়েনা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া পরিবারকে সরকার রাজনীতি থেকে নির্মূল করতে চায় : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা ‘হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার রায়কে আওয়ামী সরকারের ফরমায়েশী রায় বলে দাবি করেছে বিএনপি। এই রায়ের মধ্য দিয়ে ফরমায়েশী রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো এমন দাবি করে বিএনপি বলছে, সরকারের উদ্দেশ্য জিয়া পরিবারকে রাজনীতি থেকে নির্মূল করা।

বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য ফরমায়েশি রায় দেয়া হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। বিচার বিভাগকে ব্যবহার করে নীলনকশা বাস্তবায়ন করছে সরকার।

মির্জা ফখরুল বলেন, জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপির এক দফার আন্দোলনে, এটাকে নস্যাৎ করতে এই সাজানো রায়। সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়করণ করে প্রতিটি রায় ফরমায়েশি দেয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক ঈর্ষায়, প্রতিহিংসায় তারেক রহমানকে টার্গেট করেছেন। এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল অবিলম্বে তাঁদের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিলের দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিয়া পরিবারকে সরকার রাজনীতি থেকে নির্মূল করতে চায় : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৯:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা ‘হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার রায়কে আওয়ামী সরকারের ফরমায়েশী রায় বলে দাবি করেছে বিএনপি। এই রায়ের মধ্য দিয়ে ফরমায়েশী রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো এমন দাবি করে বিএনপি বলছে, সরকারের উদ্দেশ্য জিয়া পরিবারকে রাজনীতি থেকে নির্মূল করা।

বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য ফরমায়েশি রায় দেয়া হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। বিচার বিভাগকে ব্যবহার করে নীলনকশা বাস্তবায়ন করছে সরকার।

মির্জা ফখরুল বলেন, জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপির এক দফার আন্দোলনে, এটাকে নস্যাৎ করতে এই সাজানো রায়। সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়করণ করে প্রতিটি রায় ফরমায়েশি দেয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক ঈর্ষায়, প্রতিহিংসায় তারেক রহমানকে টার্গেট করেছেন। এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল অবিলম্বে তাঁদের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিলের দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা/ইবিটাইমস/এনএল