ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

টিকে থাকার লড়াইয়ে বুধবার মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনার নারীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ২৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ছেলেদের ফুটবলে আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে লিওনেল মেসি ও তার উত্তরসূরীরা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন মেয়েদের নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু, প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ আকাশী-নীলের নারীরা।

প্রথম ম্যাচে ইতালির কাছে হার এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ‘জি’ গ্রুপে চার দলের মধ্যে সবার শেষে থাকা আর্জেন্টিনা বুধবার (২ আগস্ট)  বাংলাদেশ সময় দুপুর ১টায় মুখোমুখি হবে শক্তিশালি সুইডেনের। দুই ম্যাচে দুই জয়ে এরইমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইডিশ নারীরা। ইতালিকে হারিয়েছিল ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

পরের পর্বে উঠতে হলে আর্জেন্টিনাকে শুধু জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে ইতালি ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। তিন পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে, দক্ষিণ আফ্রিকা তিনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতালি জিতলে আর্জেন্টিনা বিদায় নেবে গ্রুপ পর্ব থেকে।

অন্যদিকে, ‘এফ’ গ্রুপে কাল জ্যামাইকার বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে ব্রাজিল।

২০০২ সালে সবশেষ ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল পুরুষ দল। এরপর থেকে চলছে শিরোপা খরা। পুরুষ দল ৫টি শিরোপা ঘরে তুললেও নারী ফুটবল দল একটিরও দেখা পায়নি। এবার আশা ছিল প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার। কিন্তু শেষ ষোলোতে যাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেলেসাওদের।

এবারের আসরে ব্রাজিল এফ গ্রুপ থেকে অংশগ্রহণ করছে। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও পানামা। এই চারটি দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল যাবে পরের রাউন্ডে। এরইমধ্যে গ্রুপের সকলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্রান্স। সমান জয় ও সমান ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে দুইয়ে আছে জ্যামাইকা। ব্রাজিল এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। পানামা দুই ম্যাচ থেকে কোনো জয় পায়নি।

মেলবোর্নের রেকট্যাংগুলার স্টেডিয়ামে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে তারা। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের তিনে। তাই, শেষ ষোলো নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। ড্র করলেও বাদ পড়ে যাবে মার্তা-বোর্হেসরা। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করে ব্রাজিল। পরের ম্যাচে হোঁচট খায় ফ্রান্সের কাছে। হারে ২-১ ব্যবধানে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকে থাকার লড়াইয়ে বুধবার মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনার নারীরা

আপডেটের সময় ০৮:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক: ছেলেদের ফুটবলে আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে লিওনেল মেসি ও তার উত্তরসূরীরা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন মেয়েদের নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু, প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ আকাশী-নীলের নারীরা।

প্রথম ম্যাচে ইতালির কাছে হার এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ‘জি’ গ্রুপে চার দলের মধ্যে সবার শেষে থাকা আর্জেন্টিনা বুধবার (২ আগস্ট)  বাংলাদেশ সময় দুপুর ১টায় মুখোমুখি হবে শক্তিশালি সুইডেনের। দুই ম্যাচে দুই জয়ে এরইমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইডিশ নারীরা। ইতালিকে হারিয়েছিল ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

পরের পর্বে উঠতে হলে আর্জেন্টিনাকে শুধু জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে ইতালি ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। তিন পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে, দক্ষিণ আফ্রিকা তিনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতালি জিতলে আর্জেন্টিনা বিদায় নেবে গ্রুপ পর্ব থেকে।

অন্যদিকে, ‘এফ’ গ্রুপে কাল জ্যামাইকার বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে ব্রাজিল।

২০০২ সালে সবশেষ ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল পুরুষ দল। এরপর থেকে চলছে শিরোপা খরা। পুরুষ দল ৫টি শিরোপা ঘরে তুললেও নারী ফুটবল দল একটিরও দেখা পায়নি। এবার আশা ছিল প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার। কিন্তু শেষ ষোলোতে যাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেলেসাওদের।

এবারের আসরে ব্রাজিল এফ গ্রুপ থেকে অংশগ্রহণ করছে। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও পানামা। এই চারটি দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল যাবে পরের রাউন্ডে। এরইমধ্যে গ্রুপের সকলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্রান্স। সমান জয় ও সমান ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে দুইয়ে আছে জ্যামাইকা। ব্রাজিল এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। পানামা দুই ম্যাচ থেকে কোনো জয় পায়নি।

মেলবোর্নের রেকট্যাংগুলার স্টেডিয়ামে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে তারা। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের তিনে। তাই, শেষ ষোলো নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। ড্র করলেও বাদ পড়ে যাবে মার্তা-বোর্হেসরা। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করে ব্রাজিল। পরের ম্যাচে হোঁচট খায় ফ্রান্সের কাছে। হারে ২-১ ব্যবধানে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল