ঢাকা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৌনে এক ঘণ্টা বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মঙ্গলবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ফখরুল। সেখান থেকে রাত ৯টার পর বের হন তিনি।
বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল। একইসঙ্গে রাজনীতির চলমান সার্বিক বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেছেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, মহাসচিব নিয়মিতই ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে যান।
এর আগে, গত ২৫ জুলাই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।
ঢাকা/ইবিটাইমস/এনএল