ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পদ্মা-মেঘনা পেট্টোলিয়াম ডিপো সংলগ্ন সুগন্ধা নদীতে ওটি সাগার নন্দিনী-২ এর অঙ্গিকান্ডের উদ্ধার অভিযান শেষে সোমবার সন্ধ্যা ৭টায় পুণরায় ওটি নন্দিনী-২ এর তেল অপশারনের সময় দ্বিতীয়বার আগুন লাগে। টানা ১৪ ঘন্টা পর তেল পুড়ে মঙ্গলবার আগুন নিভে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় পরিচালক তাজুল ইসলাম, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল আহসান। এছাড়াও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিসের বরিশালসহ বিভিন্ন জেলা ও উপজেলার ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে, এই ইউনিটগুলো তাদের জ্বালানী তেলের আগুন নির্বাপন করা ফোম ক্যামিকেল কন্টিনার নিয়ে আসে। সারা রাত ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, পুলিশ, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি এর টিম উদ্ধার কাজ করছিল। বিকট শব্দে আগুন বিস্ফোরিত হলে ওটি সাগর নন্দিনী-২ সাথে থাকা তেল অপসারণ করতে সহযোগীতা করতে আসা সাগর নন্দিনী-৪ এর কর্মীরা আগুন দেখে পানিতে লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন।
এ সময় টহলে থাকা নৌ পুলিশসহ ১৪জন আহত হয়েছে মর্মে হাসপাতাল সূত্রে জানা যায়।
ঝালকাঠির পদ্মা ডিপোর সূত্রে জানা যায় ওটি নন্দিনী ২ জাহাজের আসা ১১ লক্ষ লিটার জ্বালানী তেল অপশারন প্রক্রিয়াদিন ছিল এবং কয়েক হাজার লিটার ব্যতিত পুরো তেলের অংশটি দ্বিতীয় বারের অঙ্গিনীকান্ডে পুরে যায়, এতে প্রায় ৯ কোটি টাকার জ্বালানী তেল পুরে গেছে। এই ঘটনার পরে শহর জুড়ে মানুষের মাঝে আত্মঙ্ক ছড়িয়ে পরে এবং কিছু তেল নদীতে ভাসমান অবন্থায় জ্বলতে থাকে।
গত ১ জুলাই, শনিবার দুপুর আনুমানিক ২টায় ঝালকাঠির সুগন্ধা নদীতে জালানী তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-২ দুঘর্টনার কবলিত হয়। পদ্মা পেট্টোলিয়াম কর্পোরেশন ১১ লক্ষ লিটার জ্বালানী নিয়ে চট্রগ্রাম থেকে ঝালকাঠির ডিপোর উদ্দেশ্যে নিয়ে আসে। সুগন্ধা নদীতের নোঙ্গর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় জেলা প্রশাসকের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনকে প্রধান করে এই তদন্ত টিম তদন্ত কাজ শুরু করেছে আগামী কাল জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট প্রদান করারর কথা রয়ছে। তবে, রুহুল আমিন তদন্তের বিষয় রিপোর্ট প্রদান না করা পর্যন্ত কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। ঝালকাঠি জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের সচিব সর্বশেষ মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেছেন।
বাধন রায়/ইবিটাইমস