ভিয়েনায় আর্ক ব্যান্ডের জাঁকজঁমক সংগীতানুষ্ঠান

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে

ইউরোপ ডেস্কঃ রবিবার (২ জুলাই) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের একটি হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক ফসিয়ার শেখ। তাছাড়াও সনাতন ধর্মাম্ভলীদের মধ্য
থেকে গীতা থেকে পাঠ করেন রনি সাহা। তারপর বাংলাদেশ অস্ট্রিয়ান কালচারাল একাডেমির শিল্পীরা সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এ সময় সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীতকে সন্মান প্রদর্শন করেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে মঞ্চে ডেকে নেন। তারপর বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম,
মোহাম্মদ মোস্তফা, ফিরোজ আহমেদ, জুয়েল ইসলাম, সালমান কবির সোহাগ, মাসুদুর রহমান মাসুদ, জাফর ইকবাল বাবলু, কামাল হোসেন, সুলতান আহমেদ মোমেন, কামাল হোসেন এবং কবির আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেন ফারাহ দিবা। প্রথমেই তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন জান্নাতুল ফরহাদ এর নেতৃত্বে বাংলাদেশ অস্ট্রিয়ান কালচারাল একাডেমির শিল্পীদের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ডেকে নেন। বাংলাদেশ অস্ট্রিয়ান কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ সমবেত কন্ঠে একাধিক দেশাত্ববোধক গান পরিবেশন করেন। তাছাড়াও নাদিয়া,মৌমি ও আমরিন কামাল একক নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি একক সঙ্গীত পরিবেশন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বাউল সম্রাট খ্যাত বাউল শিল্পী আবুল কালাম।

বাংলাদেশ অস্ট্রিয়ান কালচারাল একাডেমির শিল্পীবৃন্দের অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালিকা ফারাহ দিবা অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্ক ব্যান্ডকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান। এখানে উল্লেখ্য যে, ৯০ এর দশকে প্রতিষ্ঠিত বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্ক ব্যান্ডের এটাই তাদের প্রথম ইউরোপ সফর।

ফারাহ দিবার আমন্ত্রণে প্রথমে গিটার সহ মঞ্চে আসেন সুমন। তারপর মঞ্চে আসেন আর্ক ব্যান্ডের কিবোর্ড স্পেশালিস্ট টিংকু। উপস্থিত দর্শকদের করতালির মাধ্যমে মঞ্চে আসেন বাংলাদেশের অন্যতম পপ গায়ক হাসান। অনুষ্ঠানে হাসানের নেতৃত্বে আর্ক ব্যান্ড তাদের ব্যান্ডের জনপ্রিয় প্রায় সবগুলো গানই গেয়ে শুনান।

এ সময় হলে উপস্থিত তরুণ শ্রোতাদের বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো। তাদেরকে মঞ্চের সামনে এসে আর্ক ব্যান্ডের গানের সাথে নাচতে দেখা গেছে।

আর্ক ব্যান্ডের এই জাঁকজঁমক অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন। আর্ক ব্যান্ডের মূল গায়ক হাসান ব্যান্ডের যে সমস্ত জনপ্রিয় গানগুলো গেয়েছেন, তার মধ্যে অন্যতম – “সুইটি তুমি আর কেঁদোনা “, “প্রশ্ন”, “এত কষ্ট কেন ভালোবাসায়”, “আমার আল্লা নবীজির নাম” ইত্যাদি। গায়ক হাসানকে গানে ও কোরাসে গিটারে সাহায্য করেছেন সুমন এবং কিবোর্ডে টিংকু। তারা প্রায় দুই ঘন্টা যাবৎ মঞ্চ মাতিয়ে রেখেছিলেন।

আর্ক ব্যান্ডের সংগীতানুষ্ঠানের পর বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

রাফেল ড্রতে প্রথম পুরস্কার ভিয়েনা-প্যারিস-ভিয়েনার বিমানের টিকেট লাভ করেছেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসানের স্ত্রী শিল্পী হাসান। দ্বিতীয় পুরস্কার ভিয়েনা-বার্সেলোনা-ভিয়েনার বিমানের টিকেট যৌথভাবে লাভ করেছেন শিরিন ইসলাম (সাবেক সভাপতি মাহবুবুল ইসলামের সহধর্মীনী) ও খান বাবর(নোয়াখালী সমিতির সদস্য)। আর তৃতীয় পুরস্কার ভিয়েনা-রোম-ভিয়েনার বিমানের টিকেট লাভ করেছেন সানজিয়া নীতু কালাম।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যান্টিন পরিচালনা করেছেন ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলা দোকান Nipa Lebensmittel এর স্বত্বাধিকারিনী নিপা রায়।

পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মামুন হাসান।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »