নিজস্ব প্রতিবেদকঃ ভোলার লালমোহনের দক্ষিণ ধলীগৌরনগরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ত্ব মোহাম্মদ হানিফ মাস্টারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শেষ বিদায়ী জানাজার পূর্বে মরহুমের জীবন ও কর্মের ওপর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা জেলা মুুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব, ভোলা জেলা ওলামা লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ জামালউদ্দিন, বিশিষ্ট ইসলামিক বক্তা ও মুসলিমিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মাদ মোস্তাফা কামাল। পরিবারের তরফ থেকে কথা বলেন- মাওলানা মো. নুরুন্নবী বিন হানিফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন- ধলীগৌরনগর ইউপি’র সাবেক মেম্বার মো. আব্দুর রশিদ, চতলা রোদসী’র সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম নাসিম, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ,সাংবাদিক ইউসুফ আহমেদ, সাংবাদিক মো. পারভেজ, মাওলানা মফিজুল ইসলাম, শান ফাউন্ডেশনের অনু্ষ্ঠান সমন্বয়ক মাহতাব উদ্দিন মিরাজ শান, মরহুমের বড়ো ছেলে আব্দুর রব প্রমুখ।
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেগাছিয়া গ্রামে মরহুমের নিজ বাড়ির দরোজায় আজ ৩ জুলাই ২০২৩ সকাল ১১ টা ৩০ মিনিটে অনু্ষ্ঠিত জানাজায় বিপুল মানুষের সমাবেশে শেষ বিদায় নিলেন সবার প্রিয় হানিফ মাস্টার।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
ভোলা/ইবিটাইমস