ভিয়েনা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে ভিয়েনায় আগামীকাল আর্ক ব্যান্ডের সংগীতানুষ্ঠান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • ১৭ সময় দেখুন

আর্ক ব্যান্ড (ARK BAND) হল একটি বাংলাদেশী রক ব্যান্ড যা ১৯৯১ সালে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠা লাভ করে

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২ জুলাই) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Veranstaltungszentrum Paho. Ada-Christen-Gasse 2, 1100 Wien – Favoriten
এর অডিটেরিয়ামে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) ও ঈদ পূর্নমিলনী উপলক্ষে আর্ক ব্যান্ড
সঙ্গীত পরিবেশন করবে।

তাছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্দ্যেগে পিঠা উৎসব ও স্থানীয় শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩:৪৫ মিনিটে।

আমাদের ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া প্রতিনিধি ও নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদের সাথে এক একান্ত সাক্ষাৎকারে বর্তমান আর্ক ব্যান্ডের নেতৃত্বদানকারী সৈয়দ হাসানুর রহমান (হাসান) বলেন, আমরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানের জন্য অবস্থান করছি। তিনি রাজধানী ভিয়েনা বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহরের মর্যাদা লাভ করায় অভিনন্দন জানান।

তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে আগামীকাল তাদের সংগীতানুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। এই সময় আর্কে ব্যান্ডের অন্যতম সদস্য এস আই সুমন ও টিংকু আজিজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি মামুন হাসান।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসানও আমাদের প্রতিনিধির মাধ্যমে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকল আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনকে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আরও জানান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। প্রথম পুরস্কার ভিয়েনা-প্যারিস-ভিয়েনা টিকেট,দ্বিতীয় পুরস্কার ভিয়েনা-বার্সেলোনা-ভিয়েনা টিকেট,তৃতীয় পুরস্কার ভিয়েনা-রোম-ভিয়েনা টিকেট এবং চতুর্থ পুরস্কার দেয়া হবে একটি আকর্ষণীয় পুরস্কার।

আর্ক বাংলাদেশের একটি রক ব্যান্ড যা প্রতিষ্ঠা করেন আশিকুজ্জামান টুলু। ১৯৯৬ সালে ব্যান্ডে যোগ দেন গায়ক হাসান। তারপর ৯০ দশকের শেষের দিকে পঞ্চম, হাসান ও আশিকুজ্জামান টুলুর আর্ক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাংলাদেশের রক সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে আর্ক বিশেষ ভূমিকা রাখে এল আর বি, মাইলস, নগর বাউল ব্যান্ডের সাথে। ২০০০ সালে হাসান ব্যান্ড ছেড়ে দিয়ে নতুন ব্যান্ড স্বাধীনতা গঠন করেন। ২০০৪ সালে তিনি জন্মভূমি নামের আরেকটি ব্যান্ড গঠন করেন।

২০১০ সালের শেষের দিকে হাসান ঘোষণা দেন যে তিনি আবার আর্কে ফিরে আসছেন। কানাডা প্রবাসী আশিকুজ্জামান টুলুর সাথে একসঙ্গে কাজ করবেন। হাসান বলেনঃ ‘আমার আর টুলু ভাইয়ের মধ্যে কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক ভুল বোঝাবুঝি ছিল না। যে কারণে আমরা দূরে সরে ছিলাম, তা নিতান্তই দলকেন্দ্রিক ভুল বোঝাবুঝির ফল।’

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে ভিয়েনায় আগামীকাল আর্ক ব্যান্ডের সংগীতানুষ্ঠান

আপডেটের সময় ০৬:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩

আর্ক ব্যান্ড (ARK BAND) হল একটি বাংলাদেশী রক ব্যান্ড যা ১৯৯১ সালে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠা লাভ করে

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২ জুলাই) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Veranstaltungszentrum Paho. Ada-Christen-Gasse 2, 1100 Wien – Favoriten
এর অডিটেরিয়ামে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) ও ঈদ পূর্নমিলনী উপলক্ষে আর্ক ব্যান্ড
সঙ্গীত পরিবেশন করবে।

তাছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্দ্যেগে পিঠা উৎসব ও স্থানীয় শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩:৪৫ মিনিটে।

আমাদের ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া প্রতিনিধি ও নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদের সাথে এক একান্ত সাক্ষাৎকারে বর্তমান আর্ক ব্যান্ডের নেতৃত্বদানকারী সৈয়দ হাসানুর রহমান (হাসান) বলেন, আমরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানের জন্য অবস্থান করছি। তিনি রাজধানী ভিয়েনা বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহরের মর্যাদা লাভ করায় অভিনন্দন জানান।

তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে আগামীকাল তাদের সংগীতানুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। এই সময় আর্কে ব্যান্ডের অন্যতম সদস্য এস আই সুমন ও টিংকু আজিজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি মামুন হাসান।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসানও আমাদের প্রতিনিধির মাধ্যমে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকল আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনকে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আরও জানান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। প্রথম পুরস্কার ভিয়েনা-প্যারিস-ভিয়েনা টিকেট,দ্বিতীয় পুরস্কার ভিয়েনা-বার্সেলোনা-ভিয়েনা টিকেট,তৃতীয় পুরস্কার ভিয়েনা-রোম-ভিয়েনা টিকেট এবং চতুর্থ পুরস্কার দেয়া হবে একটি আকর্ষণীয় পুরস্কার।

আর্ক বাংলাদেশের একটি রক ব্যান্ড যা প্রতিষ্ঠা করেন আশিকুজ্জামান টুলু। ১৯৯৬ সালে ব্যান্ডে যোগ দেন গায়ক হাসান। তারপর ৯০ দশকের শেষের দিকে পঞ্চম, হাসান ও আশিকুজ্জামান টুলুর আর্ক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাংলাদেশের রক সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে আর্ক বিশেষ ভূমিকা রাখে এল আর বি, মাইলস, নগর বাউল ব্যান্ডের সাথে। ২০০০ সালে হাসান ব্যান্ড ছেড়ে দিয়ে নতুন ব্যান্ড স্বাধীনতা গঠন করেন। ২০০৪ সালে তিনি জন্মভূমি নামের আরেকটি ব্যান্ড গঠন করেন।

২০১০ সালের শেষের দিকে হাসান ঘোষণা দেন যে তিনি আবার আর্কে ফিরে আসছেন। কানাডা প্রবাসী আশিকুজ্জামান টুলুর সাথে একসঙ্গে কাজ করবেন। হাসান বলেনঃ ‘আমার আর টুলু ভাইয়ের মধ্যে কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক ভুল বোঝাবুঝি ছিল না। যে কারণে আমরা দূরে সরে ছিলাম, তা নিতান্তই দলকেন্দ্রিক ভুল বোঝাবুঝির ফল।’

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর