ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে নন্দিনি-২ নামের পেট্রোল ও ডিজেল তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরার ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১ টা ৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। বিস্ফোরণের সাথে সাথে পুরো জাহাজটিতে আগুন ধরে যায়। এতে চারজন অগ্নিদগ্ধ হয় এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। প্রথমে ঝালকাঠি ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।
তিন দিন আগে চট্টগ্রাম থেকে ডিজেল ও পেট্রোল নিয়ে ঝালকাঠির পদ্মা তেলের ডিপোতে আসে জাহাজটি। কিন্তু কোরবানির ছুটি থাকায় খালাস করা হয়নি। জাহাজটিতে ১১ লাখ লিটার তেল ছিল।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাছে গিয়ে জাহাজের আগুন নেভানো যাচ্ছিল না। কারণ, যেকোনো সময় এটি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পানিতে তেল মিশে যেতে পারে। তাই দূর থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রায় ৩ ঘন্টাপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজের পেছনের দিকে বিস্ফোরণ হয়েছে। এতে কর্মচারীদের থাকার কেবিন ও চালকের কক্ষ চুরমার হয়ে গেছে। দগ্ধরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সুগন্ধা নদীর পাড়ে অবস্থিত ডিপোতে তেল খালাসের জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে আসে ‘সাগর নন্দিনি ২’। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে পুরো জাহাজে আগুন লেগে যায়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন, ‘ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে, ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজের আরও ৪ কর্মচারী।’ নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচলনা করছে। জাহাজ থেকে তেল অপসারণ করা শুরু হয়েছে এবং তেলবাহী জাহাজটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ রুস্তম ঝালকাঠির পথে রওনা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ নিযুম গুল এবং পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল উদ্ধার অভিযান পরিচলনা করছেন।
বাধন রায়/ইবিটাইমস