ভিয়েনা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে আপাতত সংলাপের কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির সঙ্গে আপাতত সংলাপের কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না।’ এ সময়  ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কে পেয়েছেন তা জানান কাদের। তিনি জানান, কেন্দ্রীয়  কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত দল থেকে মনোনীত হয়েছেন।

এর আগে শুক্রবার সকালে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সাথে সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না।

শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভিত্তিক সংগঠন বোয়ালখালী সমিতি, ঢাকা’র বার্ষিক মেজবান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিবের বক্তব্য ‘আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে নিতে সরকার সংলাপের কথা বলছে’ এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন ভন্ডুল করতে চায়, নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বরং এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চান।’

হাছান মাহমুদ বলেন, ‘আমির হোসেন আমু সংলাপ নিয়ে যেটি বলেছিলেন, পরের দিনই তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন এবং প্রথমে তিনি যা বলেছিলেন সেটি তার নিজের অভিমত ছিলো, আমাদের দল আওয়ামী লীগ, সরকার বা ১৪ দলের কারো অভিমত ছিলো না।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির সঙ্গে আপাতত সংলাপের কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

ঢাকা প্রতিনিধি: বিএনপির সঙ্গে আপাতত সংলাপের কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না।’ এ সময়  ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কে পেয়েছেন তা জানান কাদের। তিনি জানান, কেন্দ্রীয়  কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত দল থেকে মনোনীত হয়েছেন।

এর আগে শুক্রবার সকালে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সাথে সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না।

শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভিত্তিক সংগঠন বোয়ালখালী সমিতি, ঢাকা’র বার্ষিক মেজবান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিবের বক্তব্য ‘আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে নিতে সরকার সংলাপের কথা বলছে’ এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন ভন্ডুল করতে চায়, নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বরং এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চান।’

হাছান মাহমুদ বলেন, ‘আমির হোসেন আমু সংলাপ নিয়ে যেটি বলেছিলেন, পরের দিনই তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন এবং প্রথমে তিনি যা বলেছিলেন সেটি তার নিজের অভিমত ছিলো, আমাদের দল আওয়ামী লীগ, সরকার বা ১৪ দলের কারো অভিমত ছিলো না।’

ঢাকা/ইবিটাইমস/এনএল