ভিয়েনার ডোনাও নদীর তীরে অস্ট্রিয়া চাঁদপুর সমিতির গ্রিল পার্টি

ভিয়েনার দানিউব (Donau) নদীর তীরে অত্যন্ত সুন্দর আবহাওয়া ও আনন্দঘন পরিবেশে এক গ্রিল পার্টি সম্পন্ন করেছে অস্ট্রিয়া চাঁদপুর সমিতি

ইউরোপ ডেস্কঃ রবিবার (৪ মে) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া চাঁদপুর সমিতি এক জাঁকজঁমক গ্রিল পার্টি সম্পন্ন করেছে। সমিতির সভাপতি মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আবদুল কাদের। গ্রিল পার্টি অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সুন্দর আবহাওয়া ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রাণবন্ত এই গ্রিল পার্টিতে সমিতির সদস্যদের মধ্যে আরও যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম সাবেক সভাপতি জাহাংগীর মজুমদার,দীন ইসলাম খায়রুল আলম,ইউসুফ,নিরব,আলম,হেলাল ও শাহাদাত হোসেন প্রমুখ।

গ্রিল পার্টি অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক মহিলা সদস্য,শিশু এবং অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হেলাল মিয়া।

অস্ট্রিয়া চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন অনুষ্ঠানের ফাঁকে এক সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর সমিতির এই চমৎকার গ্রিল পার্টিতে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি অধিকতর প্রাণবন্ত করে তোলায় সমিতির কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদেরও ধন্যবাদ জানান।
সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবদুল কাদের এক সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত দানিউব নদীর তীরের ঐতিহ্যবাহী গ্রিল জোনে এমন সুন্দর একটি অনুষ্ঠান করায় অস্ট্রিয়া চাঁদপুর সমিতির কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন,অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক সংগঠন সমূহ এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি মূলত অস্ট্রিয়ার বাংলাদেশ কমিউনিটির মধ্যেই ভাতৃত্বের সেতু বন্ধন তৈরি করতে সহায়তা করছে।

অনুষ্ঠানটি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী ছিল। পরে অস্ট্রিয়া চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »