ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়ী সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই কর্মশালায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল। প্রধান বক্তা ছিলেন মাওলানা আলী হায়দার নিজামী। সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মোঃ মশিউর রহমান।
একই অনুষ্ঠানে যাকাত ফান্ড থেকে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত জেলার ১৩ জন অসহায় গরিব-দুস্থদের মাঝে ১ লক্ষ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়ছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার জন্য মসজিদের ইমাম ও খতিব এবং আলেমদের ভূমিকাকে গুরুত্বদেন। কারাণ সাধারণ মানুষ এদেরকে বিশ্বাস করে এবং তাদের কথা মেনে চলেন। সমাজে যারা ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দেয় তাদের ভুলগুলো সংশোধন করে প্রকৃত ব্যাখ্যাকে তুলে ধরার আহ্বান জানান।
বাধন রায়/ইবিটাইমস