ইতালি ভেনিস শাখা আওয়ামী লীগের পূর্ণ গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইতালি ভেনিস শাখা আওয়ামী লীগের পূর্ণ গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার  সকাল ১১ টায় স্থানীয় একটি হল রুমে এ পূর্ণ গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায়  সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি  শাজাহান কবির ইদ্রিস সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী। সভাপতি বক্তব্যে বলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি  হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে  আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনতে সকল ধরনের বিভাজন  ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি কিশোর খন্দকার,  নূর আলী পাঠান জিল্লু, খোরশেদ মাঝি। যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মাল, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, মোশারফ মোল্লা, আজাদ খান। মাসুদ খান, ইকবাল হাওলাদার, মনির বেপারী, গাজী আমিরুল ইসলাম।

বর্ধিত সভায় নবনির্বাচিত সহ সভাপতি মশিউর রহমান, শেখ আব্দুল্লাহ মজিদ আব্দুল রাসেদ ভুঁইয়া। সম্মানিত সদস্য হাজী আব্দুর রাজ্জাক, বাচ্চু হাওলাদার, গিয়াস উদ্দিন আবুল কাশেম কে ফুল দিয়ে বরণ করে নেন ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ,আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মো: নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক  সেলিম জাভেদ,  আলী আহমেদ, আবুল কালাম আজাদ,  নয়ন আকন।  দপ্তর সম্পাদক রাশেদ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার খান  প্রচার সম্পাদক এবাদুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো: রতন মিয়া।

সভায় আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন আগামী ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »