ঢাকা প্রতিনিধি: বিএনপির মুখে লুটপাটের বাজেট কথাটি মানায় না, বরং এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩ জুন) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বিরোধী দল কোনো পরামর্শ দেয় না অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট সরকারের দেশব্যাপী নানামুখী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান ও তরান্বিত করবে। একইসঙ্গে জিডিপি ছয় দশমিক তিন শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে সহায়কা ভূমিকা রাখবে। বাজেট প্রস্তাবনা তৈরির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন।
প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও দরিদ্রবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশ এগিয়ে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। শূন্য রিজার্ভ নিয়ে স্বাধীন দেশে বঙ্গবন্ধু সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। বর্তমানে বিশ্বমন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রিজার্ভ কমে এসেছে। এটা নিয়ে অস্বস্তির কোনো কারণ নেই। কারণ শ্রীলঙ্কা ও পাকিস্তানের রিজার্ভ এখন তলানিতে। তুরস্কেও মূল্যস্ফীতি একশ শতাংশের বেশি। দেশে দেশে সঙ্কট তৈরি হয়েছে। জলবায়ুর প্রভাব গোটা বিশ্বে দেখা দিয়েছে।”
ওবায়দুল কাদের বলেন, “বিশ্বে পানি নিয়ে যেভাবে সঙ্কট তৈরি হয়েছে তাতে পানি নিয়েও একটি বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। আমাদের আশপাশেও পানি সংকট রয়েছে। এ বাজেটে আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ। ২০৪১ সালে আমরা উন্নত জাতিতে উন্নীত হবো। এ বাজেট তারই প্রতিফলন। প্রধানমন্ত্রী নিজেও এ বাজেটের সম্পৃক্ত। অনেক চিন্তাভাবনা করেই এ বাজেট দেওয়া হয়েছে। আমাদের কৃষি ও ব্যবসা-বাণিজ্য বাঁচাতে হবে।”
বিএনপির তীব্র সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির কথা শুনলে মনে হয় দেশে এখন দুর্ভিক্ষ চলছে। বিএনপি যখন সরকারের সমালোচনা করছে তখনই প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও যু্ক্তরাজ্য সফর করে দেশে ফিরে আবার দুইদিনের জন্য কাতার গেছেন।”
তিনি বলেন, চলমান সংকটময় বিশ্ব পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশীপের কারণে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে। এসময়, ভারতের ওড়িশ্যায় ট্রেন দূর্ঘটনায় শোক জানান ওবায়দুল কাদের।
ঢাকা/ইবিটাইমস/আরএস