ইন্দুরকানীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইন্দুরকানী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে শনিবার (০৩জুন) উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগের আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন। ঐক্যজোটের সদস্য সচিব খান মো: নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনুস আলী, পিরোজপুর জেলার আহবায়ক মো: শাহজাহান গাজী, ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, প্রভাষক রফিকুল ইসলাম গাজী, অহেদুর হক তালুকদার, শিক্ষক শফিকুল ইসলাম, মাহবুবুল আলম নান্নু ও নিগার সুলতানা। বক্তাগন চাকুরী জাতীয়করনের জোর দাবী জানান।

সম্মেলনে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।

সম্মেলনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হওয়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইন্দুরকানী উপজেলার সদস্য সচিব খান মো: নাসির উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »