ইতালিতে শুক্রবার জুমার জামাতে মুসল্লিদের ঢল

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইউরোপের দেশগুলোতে শনি ও রবিবার  সরকারি ছুটি থাকে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন অফিস চলে। তাই অধিকাংশ মানুষের শুক্রবার জুমার নামাজ আদায় করা সম্ভব হয় না। ২ জুন রোজ শুক্রবার প্রজাতন্ত্র দিবসের festa della Repubblica  সরকারি ছুটি থাকায় মসজিদ গুলোতে উপচে পড়া মুসল্লিদের ঢল দেখা গেছে ।

এদিন প্রখর রোদ উপেক্ষা করেই মানুষ মসজিদে চলে আসে, বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার জামাত অনুষ্ঠিত হয়।

সাদা-কালো, ধনী-গরিব, ছোট-বড় সকলের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়  মসজিদ। বেলা সাড়ে ১১টা থেকে নানা বয়সী মানুষ আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। জামাত চলাকালীন অবস্থায় বাহিরে প্রচুর মুসল্লি পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ বলেন, আজ মসজিদে প্রচুর উপস্থিতি থাকায় আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত পরিচালনা করব। মাওলানা আব্দুল আজিজ খুৎবা পেশ করেন।

তিনি বয়ানে বলেন আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং সদা সত্য কথা বলার মত তৌফিক দান করেন। কারণ মিথ্যাই হচ্ছে অধিকাংশ পাপের উৎস। তিনি হালাল উপার্জন করার জন্য তাগিদ দেন।

খবর নিয়ে জানা যায়, ইতালির মসজিদ গুলোতে একাধিকবার জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »