ভিয়েনা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতে বিক্ষোভ মিছিল ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ট্রাইব্রেকারে রোমাকে হারিয়ে সেভিলার উয়েফা শিরোপা লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ২৪ সময় দেখুন

ভাগ্য পরীক্ষায় হারলো ইতালির রোমা, স্পেনের সেভিলার ঘরে রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্কঃ বুধবার (৩১ মে) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উয়েফা (UEFA) ইউরোপা লীগের ফাইনালের এক শ্বাসরুদ্ধকর খেলায় উয়েফা ইউরোপা লিগের কিং খ্যাত স্পেনের সেভিয়া ট্রাইব্রেকারে ইতালির রোমাকে ৪-১ গোলে পরাজিত করে।

খেলার নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হলে খেলাটি অতিরিক্ত সময় গড়ায়। অতিরিক্ত সময়েও ফলাফল অপরিবর্তিত থাকায় ট্রাইব্রেকার বা পেনাল্টি কিকের মাধ্যমে খেলার জয় পরাজয় নিশ্চিত করা হয়।

সেভিয়াকে উয়েফা ইউরোপা লিগের কিং বলার অবশ্য সংগত কারণও রয়েছে। তাদের সমপরিমাণ দূরের কথা তাদের অর্ধেক শিরোপাও এখন নেই কারও। এছাড়া যতবার তারা ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, ততোবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা ইতালিয়ান ক্লাব এএস রোমাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের শিরোপা ঘরে তুলেছে। সেভিলার পর তিনটি করে শিরোপা আছে ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে।

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য হোসে মরিনহোর শিষ্যরা দারুণ খেলেছিল। ম্যাচের ৩৪ মিনিটে পাওলো দিবালার গোলে নিয়েছিল লিড। এগিয়ে ছিল ৫৪ মিনিট পর্যন্ত। এরপর রোমার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে সেভিলা।

সেই সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও ভাঙ্গে না ১-১ গোলের সমতা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেই পরীক্ষায় রোমাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সেভিলা।

টাইব্রেকারে রোমার নেওয়া দুটি শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক বিশ্বকাপে দারুণ খেলা মরোক্কান ইয়াসিন বুনু। অন্যদিকে তার সতীর্থরা টানা চারটি শট জালে জড়িয়ে জয় নিশ্চিত করে।

এটা ছিল সবশেষ ছয় ইউরোপিয়ান ফাইনালে হোসে মরিনহোর প্রথম পরাজয়। অন্যদিকে সাতবার ফাইনাল খেলে সাতবারই শিরোপা জিতলো কিং সেভিলা।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাইব্রেকারে রোমাকে হারিয়ে সেভিলার উয়েফা শিরোপা লাভ

আপডেটের সময় ০৮:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

ভাগ্য পরীক্ষায় হারলো ইতালির রোমা, স্পেনের সেভিলার ঘরে রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্কঃ বুধবার (৩১ মে) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উয়েফা (UEFA) ইউরোপা লীগের ফাইনালের এক শ্বাসরুদ্ধকর খেলায় উয়েফা ইউরোপা লিগের কিং খ্যাত স্পেনের সেভিয়া ট্রাইব্রেকারে ইতালির রোমাকে ৪-১ গোলে পরাজিত করে।

খেলার নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হলে খেলাটি অতিরিক্ত সময় গড়ায়। অতিরিক্ত সময়েও ফলাফল অপরিবর্তিত থাকায় ট্রাইব্রেকার বা পেনাল্টি কিকের মাধ্যমে খেলার জয় পরাজয় নিশ্চিত করা হয়।

সেভিয়াকে উয়েফা ইউরোপা লিগের কিং বলার অবশ্য সংগত কারণও রয়েছে। তাদের সমপরিমাণ দূরের কথা তাদের অর্ধেক শিরোপাও এখন নেই কারও। এছাড়া যতবার তারা ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, ততোবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা ইতালিয়ান ক্লাব এএস রোমাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের শিরোপা ঘরে তুলেছে। সেভিলার পর তিনটি করে শিরোপা আছে ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে।

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য হোসে মরিনহোর শিষ্যরা দারুণ খেলেছিল। ম্যাচের ৩৪ মিনিটে পাওলো দিবালার গোলে নিয়েছিল লিড। এগিয়ে ছিল ৫৪ মিনিট পর্যন্ত। এরপর রোমার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে সেভিলা।

সেই সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও ভাঙ্গে না ১-১ গোলের সমতা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেই পরীক্ষায় রোমাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সেভিলা।

টাইব্রেকারে রোমার নেওয়া দুটি শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক বিশ্বকাপে দারুণ খেলা মরোক্কান ইয়াসিন বুনু। অন্যদিকে তার সতীর্থরা টানা চারটি শট জালে জড়িয়ে জয় নিশ্চিত করে।

এটা ছিল সবশেষ ছয় ইউরোপিয়ান ফাইনালে হোসে মরিনহোর প্রথম পরাজয়। অন্যদিকে সাতবার ফাইনাল খেলে সাতবারই শিরোপা জিতলো কিং সেভিলা।

কবির আহমেদ/ইবিটাইমস