ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কাউন্টার টেরিজম ক্রাইম ইউনিট ঢাকা এর আয়োজন করেছে।
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি বিশেষ অতিথি ছিলেন। এই অনুষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। সভায় উগ্রবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।
কাউন্টার টেরিজম ক্রাইম ইউনিটের এ এসপি খন্দাকার আরাফাত লেলিন অনুষ্ঠানে মূল বিষয়ের উপরে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয় সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক ও শংকর কুমার দাস, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ সেলিম খন্দকার, গবেষক ডাঃ কামরুন্নেছা আজাদ, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ ঝালকাঠি সরকারি কলেজ, নেছারাবাদ আলিয়া মাদ্রাসা, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস