রেজওয়ানা এলভিস, আমেরিকা প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আলী হোসেনকে সভাপতি এবং শফি মাহমুদ পান্নু সরদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার কমিটি ঘোষণা করা হয়। ২৭ মে, শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে কমিটির সবাইকে পরিচিয় করিয়ে দেন।
অনুষ্ঠানের সঞ্চালক রেজওয়ানা এলভিস ও নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শফি মাহমুদ পান্নু সরদার।
এ সময় বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রেজওয়ানা এলভিসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রাখেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আলী হোসেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ববাসীর কাছে এক রোল মডেল। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাঁর কর্ম ও আদর্শ ছড়িয়ে দিতে হবে বিশ্বের সব প্রান্তে।
প্রধান অতিথির ভাষণে জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুল কাইয়ূম কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মজীবনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। কিভাবে জননেত্রী শেখ হাসিনা তৃণমুল রাজনীতি থেকে আজ বিশ্ব নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছেন তা তুলে ধরার উদ্যোগ নিতে হবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে গবেষণার সুযোগ রয়েছে বলে মনে করেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল কাইয়ূম কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমাদের সবাইকে যার যার জায়গা থেকে জননেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সকল সদস্যকে অভিনন্দন জানান।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অনবদ্য ভূমিকা রাখবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকেই নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রবীণ নেতা।
পরিচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক রেজাউল বারী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ সভাপতি মো: রহমান, মো: সরদার হেলাল উদ্দিন, হোসেন আহমেদ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক নূরুন আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ খান জয়সহ অনেকে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাসের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত ও দেশের গান পরিবেশন করা হয়।
আমেরিকা/ইবিটাইমস