বঙ্গবন্ধু ছিলেন শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত – এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন মন্ত্রী পরিষদ বিভাগ এর আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা থেকে একযোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা থেকে সম্প্রচারিত মুল অনুষ্ঠানের প্রথম পর্বশেষে লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলার নন, তিনি বিশ্বের।  তিনি বিশ্বের বন্ধু। শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এসময় লালমোহন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জনাব ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিনসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমী ও লালমোহন হা-মীম একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »