পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন ,‘ আওয়ামীলীগ আবারও রাতে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা এদেশের সাধারন মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে। গনতন্ত্রকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আজ কেহ কথা বলতে চাইলে তার কন্ঠকে চেপে ধরে। গনতন্ত্রেও মা বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে বাঁধা দেয়া হচ্ছে। পন্য দ্রব্যের দাম দিন দিন এতাই বাড়ছে যে তা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। কিন্তু এমন সময় শাসক দলের লোকজন দেশটিতে লুট-পাট চালাচ্ছে। তারা তাদের লুটের টাকা গোপন করতে তা বিদেশে পাঠাচ্ছে। দেশ আজ ধ্বংসের পথে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। দেশটির গনতন্ত্র রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এ জন্য প্রয়োজন হলে আমি আমার বুকের শেষ বিন্দু রক্ত বিসর্জন দিতে রাজি’।
শুক্রবার (২৬ মে) কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী হিসাবে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথ সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠিত ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীল মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় বিএনপির নেতা এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির আহŸায়ক মো. মিজানুর রহমান দুলাল প্রমুখ।
জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু জানান, ওই দিন সকালে কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেন। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে নেতা-কমীরা মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের অব্যাহত লোডশেডিং, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপি সহ বিরোধীদের গ্রেপ্তারের প্রতিবাদ সহ ১০ দফার দাবীতে কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী ঘোষনা করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস