ভিয়েনা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনায় মহিলা সমিতির ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ১৭ সময় দেখুন

বার্সেলোনা থেকে জেবুন্নেছা জেবুঃ উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনার প্রান কেন্দ্রে কায়া কালাব্রিয়া ৬৬ নং হল রুমে ৬ই মে ২০২৩ইং শনিবার মহিলা সমিতি বার্সেলোনার নতুন কমিটি ঘোষণা সহ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহিলা সমিতির ২০০৩ সালের অগ্রযাত্রা অব্যাহত রেখে মালাইয়া সাইদ ও তাইফা রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেতাব হক জানু। মহিলা নেতৃবৃন্দের তত্বাবধানে গন্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পডার মত।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, উত্তম কুমার, শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, শফিকুল
ইসলাম স্বপন, কামরুল মোহামেদ, মোখলেছুর রহমান নাসিম, ফয়সল আহমেদ মোল্লা, মিরন নাজমুল, আফাজ জনি,জাফার হোসাইন, উজ্জল হাসান, সালাউদ্দিন, লাইবুর রহমান সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

 

মহিলা সাংগঠনিকদের মধ্যে উপস্থিতিসহ যারা কার্যকরী কমিটিতে স্থান লাভ করেন তাদের মধ্যে উপদেষ্টা মন্ডলির নাম পড়ে শুনান মেহতাব হক জানু এবং কর্যকরী কমিটির নাম পড়ে শুনান জেবুন্নেছা জেবু।

মহিলা সমিতির উপদেষ্টা মন্ডলীসহ কার্যকরী কমিটিতে স্থান লাভ করেন প্রধান উপদেষ্টা জেবুন্নেছা, উপদেষ্টা দীপা নুরতাজ, সাবরিনা জাহান পুতুল, নাজমা নাহার, শামসুন নাহার, নাসিমা রহমান, ফরিদা আক্তার, ফারজানা আক্তার বেবি, চম্পা বেগম।

সভাপতি মেহেতাব হক জানু, সিঃ সহ সভাপতি রৌওশন আরা মঞ্জু , সহ সভপতি মালাইয়া কাইয়ুম সাঈদ মিশু, শারমিন রহমান তাইফা, সহ সভাপতি স্বপ্না রহমান, সহ সভাপতি জাকিয়া ফয়সাল, সাধারন সম্পাদক মাসুদা পারভিন মুন্নি, যুগ্ন সম্পাদক সামিয়া রহমান সুইটি, যুগ্ন সম্পাদক লেতিসা, যুগ্ন  সম্পাদক রূপা আলম। সাংগঠনিক সম্পাদক শারমিন আহমেদ রিতা, সহ সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার,সহ সাংগঠনিক সম্পাদক সুমি আজম, সহ সাংগঠনিক সম্পাদক আফরিন মনি, তিসা, প্রচার সম্পাদক টিনা খান রাহী, সহ প্রচার সম্পাদক পলি রোজ, সাংস্কৃতিক সম্পাদক অহনা দীবা, সহ সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক বর্ষা,সাহিত্য সম্পাদক তাহমিনা আক্তার নাহার, সহ সাহিত্য সম্পাদক লাকি আক্তার, সমাজ কল্যান সম্পাদক সঞ্চিতা কয়েস, ধর্ম বিষয়ক রুবি মহসিন, তানিয়া মিরন,তথ্য ও গবেষনা সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক নাসরিফা হক, সহ দপ্তর আরমান আফরিন,অর্থ সম্পাদক সালমা ইসহাক,সহ অর্থ সম্পাদক মুনা সেলিম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া জেরিন দিবা।

বরাবরের মত এইবারও নারী সংগঠনের দিকপাল খ্যাত এই মহিলা সংগঠনের নেতৃবৃন্দের আগামীর নির্দেশনা, সংগঠনের জন্মলগ্ন থেকে নারী জাগরনে আমরা ছিলাম আছি আগামীতেও  থাকবো ইনশাআল্লাহ।

সভাপতি মেহেতাব হক জানু বলেন আমরা শুধু পিঠা উৎসব এ সংগঠনকে সীমাবদ্ধ করে রাখিনি, বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির বীজ বপন সহ বিভিন্ন ক্রিয়েটিব কর্মকান্ডে স্বতঃপূর্ত অংশ গ্রহন করেছি। তিনি বলেন, নতুন কার্যকরী কমিটিকে আগামী নারী নেতৃত্বের ধারক বাহক হিসাবে আমরা দেখতে চাই ।

বার্সেলোনা/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বার্সেলোনায় মহিলা সমিতির ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন

আপডেটের সময় ০২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

বার্সেলোনা থেকে জেবুন্নেছা জেবুঃ উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনার প্রান কেন্দ্রে কায়া কালাব্রিয়া ৬৬ নং হল রুমে ৬ই মে ২০২৩ইং শনিবার মহিলা সমিতি বার্সেলোনার নতুন কমিটি ঘোষণা সহ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহিলা সমিতির ২০০৩ সালের অগ্রযাত্রা অব্যাহত রেখে মালাইয়া সাইদ ও তাইফা রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেতাব হক জানু। মহিলা নেতৃবৃন্দের তত্বাবধানে গন্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পডার মত।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, উত্তম কুমার, শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, শফিকুল
ইসলাম স্বপন, কামরুল মোহামেদ, মোখলেছুর রহমান নাসিম, ফয়সল আহমেদ মোল্লা, মিরন নাজমুল, আফাজ জনি,জাফার হোসাইন, উজ্জল হাসান, সালাউদ্দিন, লাইবুর রহমান সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

 

মহিলা সাংগঠনিকদের মধ্যে উপস্থিতিসহ যারা কার্যকরী কমিটিতে স্থান লাভ করেন তাদের মধ্যে উপদেষ্টা মন্ডলির নাম পড়ে শুনান মেহতাব হক জানু এবং কর্যকরী কমিটির নাম পড়ে শুনান জেবুন্নেছা জেবু।

মহিলা সমিতির উপদেষ্টা মন্ডলীসহ কার্যকরী কমিটিতে স্থান লাভ করেন প্রধান উপদেষ্টা জেবুন্নেছা, উপদেষ্টা দীপা নুরতাজ, সাবরিনা জাহান পুতুল, নাজমা নাহার, শামসুন নাহার, নাসিমা রহমান, ফরিদা আক্তার, ফারজানা আক্তার বেবি, চম্পা বেগম।

সভাপতি মেহেতাব হক জানু, সিঃ সহ সভাপতি রৌওশন আরা মঞ্জু , সহ সভপতি মালাইয়া কাইয়ুম সাঈদ মিশু, শারমিন রহমান তাইফা, সহ সভাপতি স্বপ্না রহমান, সহ সভাপতি জাকিয়া ফয়সাল, সাধারন সম্পাদক মাসুদা পারভিন মুন্নি, যুগ্ন সম্পাদক সামিয়া রহমান সুইটি, যুগ্ন সম্পাদক লেতিসা, যুগ্ন  সম্পাদক রূপা আলম। সাংগঠনিক সম্পাদক শারমিন আহমেদ রিতা, সহ সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার,সহ সাংগঠনিক সম্পাদক সুমি আজম, সহ সাংগঠনিক সম্পাদক আফরিন মনি, তিসা, প্রচার সম্পাদক টিনা খান রাহী, সহ প্রচার সম্পাদক পলি রোজ, সাংস্কৃতিক সম্পাদক অহনা দীবা, সহ সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক বর্ষা,সাহিত্য সম্পাদক তাহমিনা আক্তার নাহার, সহ সাহিত্য সম্পাদক লাকি আক্তার, সমাজ কল্যান সম্পাদক সঞ্চিতা কয়েস, ধর্ম বিষয়ক রুবি মহসিন, তানিয়া মিরন,তথ্য ও গবেষনা সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক নাসরিফা হক, সহ দপ্তর আরমান আফরিন,অর্থ সম্পাদক সালমা ইসহাক,সহ অর্থ সম্পাদক মুনা সেলিম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া জেরিন দিবা।

বরাবরের মত এইবারও নারী সংগঠনের দিকপাল খ্যাত এই মহিলা সংগঠনের নেতৃবৃন্দের আগামীর নির্দেশনা, সংগঠনের জন্মলগ্ন থেকে নারী জাগরনে আমরা ছিলাম আছি আগামীতেও  থাকবো ইনশাআল্লাহ।

সভাপতি মেহেতাব হক জানু বলেন আমরা শুধু পিঠা উৎসব এ সংগঠনকে সীমাবদ্ধ করে রাখিনি, বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির বীজ বপন সহ বিভিন্ন ক্রিয়েটিব কর্মকান্ডে স্বতঃপূর্ত অংশ গ্রহন করেছি। তিনি বলেন, নতুন কার্যকরী কমিটিকে আগামী নারী নেতৃত্বের ধারক বাহক হিসাবে আমরা দেখতে চাই ।

বার্সেলোনা/ইবিটাইমস/এম আর