ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ইবিটাইমস ডেস্ক: ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের পদ্মা ট্রাভেলস নামে একটি বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও অংশে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে বাড়ে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদেরর হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরতর।

এদিকে ঈদ সামনে রেখে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে ছয়টি শর্তে মোটরসাইকেল চলাচল শুরু হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চালকরা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় অপেক্ষা শুরু করেন। তাদের অনেকেই ঢাকা থেকে রাতে এবং অনেকেই সেহেরি করেই রওনা দিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »