ইবিটাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র দেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তবে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমাদের দেশে যে আইন আছে, সে প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আর আমরা তাদের জানিয়েছি- ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি স্বচ্ছ নির্বাচনের জন্য।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে আমেরিকা খুশি হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায় তারা। তাই আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় কোনো মারামারি চায় না জানিয়ে তিনি বলেন, আমেরিকা চাচ্ছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখিয়ে দেবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে মন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। এই আইনটি পরিবর্তনের কথা বলেনি তারা। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি বলেছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস