কবির আহমেদ, ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর অস্ট্রিয়া শাখার উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার মাহফিলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের উম্মাহ এবং শান্তি কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক আলোচনা ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ এর ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজান মাস ও রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি। এছাড়া অস্ট্রিয়ায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থক যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠানে।
এসময় অস্ট্রিয়া বিএনপি’র নেতা মাসুদুর রহমান মাসুদ ইফতার ও দোয়ার মাহফিলে অংশগ্রহণকারীদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
কবির আহমেদ/ইবিটাইমস/আরএন