ভিয়েনা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুেত আরও ৪ জনের প্রাণহানি হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার উৎখাত হবে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দেশে একটি দানবীয় দুঃশাসন আমাদের ওপর চেপে বসেছে, এদেরকে অবিলম্বে সরাতে হবে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। এরইমধ্যে রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানবীয় সরকার, এই ফ্যাসিস্ট সরকার উৎখাত হবে।’

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘নওগাঁয় একজন সাধারণ নারী, যিনি চাকরি করছেন, তার সন্তানদেরকে মানুষ করছেন, তাকে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এখন তারা অস্বীকার করছে। র‌্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছিল, আমরা কেউ আনন্দিত হইনি, লজ্জিত হয়েছিলাম। স্যাংশনে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল।’

ফখরুল বলেন, ‘র‌্যাবের ওপর স্যাংশন কেন দেওয়া হয়েছিল? আমাদের দেশের এই সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছিল। স্যাংশন দেওয়ার পরে ওই কর্মকর্তা বা র‌্যাবের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে তারা প্রশ্রয় পেয়েছে এবং একটির পর একটি হত্যাযজ্ঞ চালিয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আন্দোলন শুরু করেছি। আমাদের এ আন্দোলন ভাত কাপড়ের, খাবারের আন্দোলন, আমাদের অধিকারের আন্দোলন, আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের ভোটের অধিকারের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এখন পর্যন্ত আমাদের ১৭ জন নেতাকর্মীকে রাজপথে প্রাণ দিতে হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা, ৬০০ অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজারও নেতাকর্মীকে বিচার বহির্ভূত বৈধভাবে হত্যা করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘আজকে এই সরকার যারা নির্বাচিত নয় তারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। গত এক যুগের উপরে এদেশের মানুষকে হত্যা নির্যাতন গুম খুনের মাধ্যমে দমন করে রেখে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলেস সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরীসহ অন্যান্যরা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার উৎখাত হবে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৩:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ঢাকা প্রতিনিধি: দেশে একটি দানবীয় দুঃশাসন আমাদের ওপর চেপে বসেছে, এদেরকে অবিলম্বে সরাতে হবে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। এরইমধ্যে রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানবীয় সরকার, এই ফ্যাসিস্ট সরকার উৎখাত হবে।’

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘নওগাঁয় একজন সাধারণ নারী, যিনি চাকরি করছেন, তার সন্তানদেরকে মানুষ করছেন, তাকে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এখন তারা অস্বীকার করছে। র‌্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছিল, আমরা কেউ আনন্দিত হইনি, লজ্জিত হয়েছিলাম। স্যাংশনে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল।’

ফখরুল বলেন, ‘র‌্যাবের ওপর স্যাংশন কেন দেওয়া হয়েছিল? আমাদের দেশের এই সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছিল। স্যাংশন দেওয়ার পরে ওই কর্মকর্তা বা র‌্যাবের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে তারা প্রশ্রয় পেয়েছে এবং একটির পর একটি হত্যাযজ্ঞ চালিয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আন্দোলন শুরু করেছি। আমাদের এ আন্দোলন ভাত কাপড়ের, খাবারের আন্দোলন, আমাদের অধিকারের আন্দোলন, আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের ভোটের অধিকারের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এখন পর্যন্ত আমাদের ১৭ জন নেতাকর্মীকে রাজপথে প্রাণ দিতে হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা, ৬০০ অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজারও নেতাকর্মীকে বিচার বহির্ভূত বৈধভাবে হত্যা করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘আজকে এই সরকার যারা নির্বাচিত নয় তারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। গত এক যুগের উপরে এদেশের মানুষকে হত্যা নির্যাতন গুম খুনের মাধ্যমে দমন করে রেখে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলেস সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরীসহ অন্যান্যরা।

ঢাকা/ইবিটাইমস/আরএন