ইবিটাইমস ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের জনবসতি এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
বুধবার (২২ মার্চ) অতি প্রত্যুষে ইউক্রেনের রাজধানী কিয়েভের ঘনবসতি এলাকায় এই ড্রোন আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
এই হামলায় ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসাবশেষের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে অন্যান্য জিনিসের মধ্যে, একটি ভোকেশনাল স্কুলের ছাত্রাবাস আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
ইউক্রেনের সামরিক প্রশাসনের মতে, কিয়েভের
বেসামরিক স্থাপনার এই হামলায় এখন পর্যন্ত
অন্তত তিনজন নিহত হয়েছে। আহত প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির ধ্বংসস্তূপের নিচে আরও চারজন চাপা পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে আজ রাশিয়া ও ইউক্রেন উভয়েই ড্রোন ভূপাতিত করার দাবী করছে। ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে ড্রোন দিয়ে হামলা চালানোর সময় তারা আটটি রাশিয়ান ড্রোনকে কিয়েভে গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে একই সময়ে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাসভোজায়েভ বলেছেন, তারা তিনটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়া ও ইউক্রেনের বাহিনী ব্ল্যাক সি ফ্লটের বন্দর এলাকায় অবস্থিত শহর সেভাস্তোপলে একে অপরকে লক্ষ্য করি গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে পারস্পরিক আক্রমণ ও বিস্ফোরণের চাপে বেশ কয়েকটি ভবনের জানালা ভেঙে যায়।
এদিকে কিয়েভের একটি স্থানীয় সূত্র জানিয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আজ বাখমুতে ইউক্রেনের প্রথম সারির সামরিক অবস্থানগুলি পরিদর্শন করেছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে লিখেছেন, “আজ এখানে এসে আমাদের বীরদের পুরস্কৃত করতে পেরে আমি সম্মানিত। হ্যান্ডশেক করতে এবং আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে পেরেছি।”
স্থানীয় নেতৃবৃন্দকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপরোক্ত মন্তব্য করেন।
কবির আহমেদ/ইবিটাইমস/আরএন