নাজিরপুরে বসত ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নিজ বসত ঘর থেকে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের আ: হাকিম বাহাদুরের স্ত্রী। রবিবার (১৯মার্চ) বিকালে থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই গৃহবধুর স্বামী ও ছেলেরা ঢাকা থাকেন। তিনি একা নিজ বাড়িতে অবস্থান করেন। গত দুই দিন ওই গৃহবধুর সাথে তার স্বামী ও ছেলেদের সাথে কোন যোগাযোগ নাই। তাই তার স্বামী রবিবার (১৯ মার্চ) সকালে একই এলাকায় থাকা ছেটে ভাই মান্নান বাহাদুরকে ফোন দিয়ে স্ত্রীর খোঁজ নিতে বলেন। পরে তিনি ( ছোট ভাই) তার স্ত্রী মারাজানা বেগমকে ভাইর স্ত্রীর খোঁজ নিতে বলেন। তিনি তার ঘরে গিয়ে ওই গৃহবধুকে মৃত্যু আবস্থায় পরে থাকতে দেখেন। পরে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করা হয়।

নিহতের দেবর মান্নান বাহাদুর জানান, তার ভাবী একা বাড়িতে থাকেন। গত দুই দিন ধরে ভাই ও ভাইপোদের সাথে কোন যোগাযোগ নাই। রবিবার (১৯মার্চ) সকালে ভাই ফোন দিয়ে ভাবীর খোঁজ নিতে বলেন। আমি ভাইর বাড়ির থেকে বেশ কিছুটা দূরে থাকলেও আমার স্ত্রী মারজানা বেগমকে সেখানে পাঠাই। সে সেখানে গিয়ে ভাবীকে মৃত্যু অবসস্থায় পরে থাকতে দেখেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানা যাবে। ধারনা করা হচ্ছে গত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।

ইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »