ভিয়েনা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির খবর মিথ্যা-আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • ৮ সময় দেখুন

আমার কাছে এখনও ফাইল আসেনি’: খালেদার বিদেশে চিকিৎসা, সাজা স্থগিত প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আমি জানতে পেরেছি যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির জন্য আবেদন করেছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদনের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো তার হাতে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “ফাইলটি আমার কাছে এখনও আসেনি। ফাইলটি দেখার পর আমি জানাতে পারব।”

উল্লেখ্য যে,খালেদা জিয়ার কারামুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়ে তাকে বিদেশে চিকিৎসার সুপারিশ করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে খবর প্রচারের পর বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এখানে আরও উল্লেখ্য যে,করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ তার সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়। মুক্তির শর্তে উল্লেখ করা হয়, তিনি তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না। তারপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে বেগম খালেদা জিয়ার সাজা মওকুফের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শরীয়তপুরে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মানবিকতার জন্য সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সেই মেয়াদও শেষ হয়ে এসেছে। এখন আবার তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করেছে। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে আবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, তারপর এ ব্যাপারে বলা যাবে।

সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।একাধিকবার তার পরিবার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতির বিষয়ে আবেদন করলেও তা বরাবরই প্রত্যাখ্যাত হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির খবর মিথ্যা-আইনমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

আমার কাছে এখনও ফাইল আসেনি’: খালেদার বিদেশে চিকিৎসা, সাজা স্থগিত প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আমি জানতে পেরেছি যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির জন্য আবেদন করেছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদনের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো তার হাতে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “ফাইলটি আমার কাছে এখনও আসেনি। ফাইলটি দেখার পর আমি জানাতে পারব।”

উল্লেখ্য যে,খালেদা জিয়ার কারামুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়ে তাকে বিদেশে চিকিৎসার সুপারিশ করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে খবর প্রচারের পর বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এখানে আরও উল্লেখ্য যে,করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ তার সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়। মুক্তির শর্তে উল্লেখ করা হয়, তিনি তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না। তারপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে বেগম খালেদা জিয়ার সাজা মওকুফের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শরীয়তপুরে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মানবিকতার জন্য সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সেই মেয়াদও শেষ হয়ে এসেছে। এখন আবার তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করেছে। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে আবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, তারপর এ ব্যাপারে বলা যাবে।

সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।একাধিকবার তার পরিবার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতির বিষয়ে আবেদন করলেও তা বরাবরই প্রত্যাখ্যাত হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস