ভোলা প্রতিনিধি: ভোলায় অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ৫ হাজার ৫২০ কেজি অবৈধ নিষিদ্ধ মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার(৯ মার্চ) ভোরে ভোলা সদরের রামদাসপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ মাছের মধ্যে ৪ হাজার ১২০ কেজি (১০৩ মণ) ইলিশ, ৪৮০ কেজি (১২ মণ) পোয়া মাছ এবং ৯২০ কেজি (২৩ মণ) ছোট চিংড়ি রয়েছে।
আরোও জানানো হয়, জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস