পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মন্দিরের প্রতীমা ভাংচুর, প্রতীমা চুরি ও মন্দিরের থাকা টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অনিল হালদার (৪৫) নামের একজনকে আটক করেছেন। আটককৃত অনিল উপজেলার চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের ধীরেন হালদারের ছেলে। রবিবার (০৫ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার (০৪ মার্চ) রাতের কোন সময় উপজেলার সদর ইউনিয়নের মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের প্রতীমা ভাংচুর, ৪টি পিতলের মন্দির ও মন্দিরের দান বাক্সে থাকা টাকা চুরি করে চক্রটি।
মন্দির কমিটির সভাপতি শংকর বসু জানান, রবিবার সকালে স্থানীয়রা ওই মন্দিরে থাকা রাঁধার প্রতীমার মাথা ভাঙ্গা ও ৪টি পিতলের প্রতীমা দেখতে না পেয়ে তাকে (সভাপতি) জানান। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সিসি টিভির ফুঁটেজ দেখে অভিযান চালিয়ে অনিল নামের এক জনকে গ্রেফতার করেছেন।
এ ব্যাপারে উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার জানান, ঘটনাটি আমার নিজ এলাকায়। তবে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনিল হালদার নামের একজনকে আটক করেছেন থানা পুলিশ। তবে আটককৃতকে মানসিক প্রতিবন্ধী বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। তবে মন্দিও কমিটি সহ স্থানীয়রা এ বিষয়ে বিকালে একটি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। তার পর ব্যবস্থা নিবেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর