নির্মানের ১৬ বছরেও উদ্বোধন হয়নি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র

ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার মূল ভূ-খন্ড থেকে বিছিন্ন উপজেলা মনপুরায় নির্মানের ১৬ বছরেও উদ্বোধন হয়নি  প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। তবে কবে নাগাদ এই আবহাওয়া অফিসটি উদ্বোধন করা হবে সে ব্যাপারে কিছুই আমার জানা আবহাওয়া অফিস কর্মকর্তা।

জানা যায়, ২০০৬ সালে আবহাওয়া অধিদপ্তরের অধিনে আধুনিক যন্ত্রপাতির সুবিধা সম্পন্ন প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রটি নির্মান করা হয়। নির্মানের পর থেকে দুই কর্মকর্তাকে এই অফিসে পদায়ন করা হয়। পদায়নের পর থেকে দুই কর্মকর্তাকেই দেখেননি বলে জানান এলাকাবাসী। শুধুমাত্র মাস শেষে বেতন তুলে নিয়ে চলে যান তারা। এছাড়া কোন প্রকার ঘূর্ণিঝড় কিংবা কোন মহা দূর্যোগেও দেখা মেলে না এই কর্মকর্তাদের।

এদিকে মনপুরা অবহাওয়া পর্যবেক্ষনাগারটির পদায়নপ্রাপ্ত উচ্চ পর্যবেক্ষক মোঃ  শহিদুল ইসলাম বহুদিন যাবৎ রাজশাহীতে নিজ বাড়িতে অবস্থান করছেন। তাকে উপজেলা পরিষদের কেউ চেনেন না বলে জানান সচেতন নাগরিকরা।

এছাড়াও উপজেলা আবহাওয়া পর্যবেক্ষনাগারটিতে রয়েছে জনবল সংকট। প্রয়োজনীয় যত্রাংশ ও উন্নত রাডার সিস্টেম সংযুক্ত থাকলেও উদ্বোধনের অভাবে মূলত অকার্যকর রয়েছে অফিসের কর্মতৎপরতা।

এব্যাপারে মনপুরা আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান জানান, বহু বছর যাবৎ আমি মনপুরায় কর্মরত আছি। শুধু উদ্বোধনের অভাবে কার্যক্রম বন্ধ আছে। নাগাদ এই আবহাওয়া অফিসটি উদ্বোধন করা হবে সে ব্যাপারে কিছুই আমার জানা নেই।

এব্যাপারে মনপুরা আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, আমাকে  মনপুরায় পদায়ন করা হয়েছে। আমাদের এই আবহাওয়া পর্যবেক্ষনাগারটি চট্টগ্রাম জোনের আওতায় রয়েছে। তাছাড়া এটি এখনো রাজস্ব খাতে উন্নিত হয়নি। কি কারনে অফিসটি উদ্বোধন করা হচ্ছেনা তা উপরস্থ কর্মকর্তাবৃন্দ বলতে পারবেন। তবে উদ্বোধনের জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

আবহাওয়া অফিসটি উদ্বোধন না হওয়া সম্পর্কে উপজেলা নির্বাাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আল নোমান জানান, অজানা কারনে আবহাওয়া পর্যবেক্ষনাগারটি উদ্বোধন হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপরস্থ মহলের সাথে যোগাযোগ করবো।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »