অস্ট্রিয়া কুমিল্লা সমিতি প্রতিষ্ঠা লাভের পর থেকেই কুমিল্লার বিভিন্ন উপজেলায় স্বল্প আকারে বিভিন্ন জনসেবা মূলক কাজে আত্মনিয়োগ করে আসছে
ইউরোপ ডেস্কঃ গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ও জান্নাত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য অত্যন্ত সাফল্যের সাথে এক মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ও জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা নিউ ভিশন মডেল হসপিটাল এবং ছায়া ফাউন্ডেশন কুমিল্লা।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সহ সভাপতি শাহাদাত হোসেন জনির প্রতিষ্ঠিত জান্নাত ফাউন্ডেশনও অত্র এলাকার অসহায় ও দুস্থ মানুষের সেবায় আত্মনিয়োগ করে আসছে। এই মেডিক্যাল ক্যাম্প স্থাপনের ফলে এখানকার অসহায় দুস্থ মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পেরেছেন।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন/নাক,কান ও গলা /গাইনি /শিশু/ হৃদরোগ – এর ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক (ডাক্তার) সারা দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছেন। আগত রোগীদের চিকিৎসা সেবার মধ্যে ফ্রি ডায়াবেটিস এবং ব্লাড টেস্টও ছিল। সারা দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৬০০ শতাধিকের ওপরে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব। আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ মোকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উদ্দিন আলমগীর। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ কায়ছার মুবীন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন জনি। তার সাথে আরও ছিলেন সংগঠনটির সভাপতি নাজমুল হোসেন,সাধারণ সম্পাদক মেহেদি হাসান জয় ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান।
কুমিল্লার নাঙ্গলকোর্টে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির কার্যকরী কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কবির আহমেদ জান্নাত ফাউন্ডেশন, কুমিল্লা নিউ ভিশন মডেল হসপিটাল এবং ছায়া ফাউন্ডেশন কুমিল্লার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর