
লালমোহনে কেকড়া ট্রলির চাপায় শিশু নিহত
লালমোহন, ভোলা, প্রতিনিধি: ভোলার লালমোহনে নিষিদ্ধ কেকড়া ট্রলির চাপায় মো. আলিফ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের উত্তর পাশে পুলের কাছে এ ঘটনা ঘটে। মো. আলিফ ওই এলাকার পন্ডিত বাড়ীর প্রবাসী মো. সবুজের ছেলে। চরভূতা ইউপি ৯নং ওয়ার্ডের মেম্বার মো. আলমগীর জানান, বালু, সিমেন্ট ও টাইলস…